দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ শনিবার, ২৩ আগস্ট ২০১৪ খৃস্টাব্দ, ৮ ভাদ্র ১৪২১ বঙ্গাব্দ, ২৬ শওয়াল ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
বর্ষা শুরু হলে খাল-বিল, নদী-নালায় বকের দেখা মেলে। যদিও এখন আগের মতো বক দেখা যায় না। তথাপিও এখনও যদি আপনি গ্রামাঞ্চলের খাল-বিলে যান বকের দেখা পাবেন।
তবে ছবির এই বকগুলোর মতো একসঙ্গে এতোগুলো বকের দেখা হয়তো মিলবে না। বড়ই সুন্দর বকগুলোর এই দৃশ্যটি। আজকের সকালে এমন একটি সুন্দর অভুতপূর্ব প্রাকৃতিক দৃশ্য… কি চমৎকার তাই না? এমন একটি সুন্দর ছবির জন্য এর আলোকচিত্রী অশেষ ধন্যবাদ।
ছবি: jugantor.com এর সৌজন্যে।