দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কম্পিউটার ডেক্সটপ চালাতে চালাতে অনেকেই হাঁপিয়ে উঠেছেন নিশ্চয়? যারা একটু ভিন্নতা চান তাদের জন্য এবার এসেছে এইচপির স্লেট ২১-কে১০০ মডেলের অল ইন ওয়ান পিসি।
এইচপির স্লেট ২১-কে১০০ মডেলের অল ইন ওয়ান পিসি তে রয়েছে অ্যানড্রয়েড ৪.২.২ জেলিবিন অপারেটিং সিস্টেম! এটি দিয়ে আপনি অনলাইন অফলাইনে সব কাজ করে নিতে পারবেন খুব সহজে। অত্যন্ত হালকা এই পিসি দেখতে যেমন সুন্দর এর কনফিগারেশানও মাঝারি মানের যা দিয়ে প্রায় সব কিছুই অনায়েসে করা সম্ভব।
এতে স্লেট আকারের ডিসপ্লে ছাড়াও রয়েছে মাউস এবং কিবোর্ড। আপনি ডেক্সটপে যেমন কাজ করেন এটি দিয়েও ঠিক তেমন ভাবেই সব কাজ করতে পারবেন। এই এইচপি পিসি বাংলাদেশের বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস নামের প্রতিষ্ঠান। ক্রেতারা এই পিসি কিনলে পাবেন ১ বছরের ওয়ারেন্টি, এবং সকল প্রকার সার্ভিসিং সুবিধা,
যা যা থাকছে এতে-
প্রসেসর: ১.৬ গিগাহার্টজ এনভিডিয়া টেগ্রা কোয়াড কোর
ক্যামেরা: এইচপি ট্রুভিশন এইচডি ওয়েবক্যাম
কানেক্টিভিটি: ৩টি ইউএসবি, একটি ল্যান ও ১টি মেমোরি কার্ড স্লট
ডিসপ্লে: ২১.৫ ইঞ্চি টাচস্ক্রিন আইপিএস ফুল এইচডি
ওয়্যারলেস কানেক্টিভিটি: ব্লুটুথ ৩.০, ওয়াইফাই (৮০২.১১ এ/বি/জি/এন), ইথারনেট (১০/১০০)
চিপসেট: এআরএম কোর্টেক্স এ১৫ এমপিকোর
র্যাম: ১ গিগাবাইট ডিডিআরথ্রি
বিল্ট-ইন মেমোরি: ৮ গিগাবাইট ই-এমএমসি ফ্ল্যাশ মেমোরি
মূল্য- ৩২ হাজার ৫০০ টাকা