The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এইচপি’র ক্রোমবুক সিরিজে নতুন ল্যাপটপ

নতুন এই ল্যাপটপের মডেল ক্রোমবুক এক্স৩৬০ ১১ জি১

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচপি বাজারে আনলো ক্রোমবুক সিরিজে নতুন ল্যাপটপ। ল্যাপটপটি উইন্ডোজ ১০ প্রো অপারেটিং সিস্টেম চলবে।

এইচপি'র ক্রোমবুক সিরিজে নতুন ল্যাপটপ 1

নতুন এই ল্যাপটপের মডেল ক্রোমবুক এক্স৩৬০ ১১ জি১। এটি এডুকেশন এডিশন। ডিভাইসটি এচপি প্রোবুক এক্স৩৬০ ১১১ জি১ -এর ভিত্তি করে তৈরি। এটির ডিসপ্লে ১১.৬ ইঞ্চির। ডিসপ্লের রেজুলেশন ১৩৬৬x৭৬৮ পিক্সেল।

ল্যাপটপটিতে রয়েছে সেলেরন এন৩৩৫০ বা পেন্টিয়াম এন৪২০০ প্রসেসর। এতে আরও রয়েছে ৮ জিবি ডিডিআর৩ র‌্যাম, ১২৮ জিবি ফ্লাশ স্টোরেজ।

তবে নতুন এই ল্যাপটপটির দাম সম্পর্কে এখনও কোনো ধারণা পাওয়া যায়নি। ক্রেতারা এটি এপ্রিলের মাঝামাঝি সময় বাজার হতে কিনতে পারবেন বলে জানানো হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...