The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

২৪ হাজার টাকায় লেনোভোর জি৪০৪৫ নতুন ল্যাপটপ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাত্র ২৪ হাজার টাকায় লেনোভোর জি৪০৪৫ নতুন ল্যাপটপ বাজারে ছেড়েছে। ডুয়েল কোর প্রসেসরের ল্যাপটপটি এক বছরের বিক্রয়োত্তর সেবাও দেওয়া হচ্ছে।

Lenovo new laptop

গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড লেনোভো ব্র্যান্ডের জি৪০৪৫ এএমডি মডেলের নতুন ল্যাপটপ বাজারে এনেছে। ডুয়েল কোর প্রসেসরের ল্যাপটপটি এক বছরের বিক্রয়োত্তর সেবাও দেওয়া হচ্ছে। এই নতুন ল্যাপটপটির পাওয়া যাচ্ছে ২৪ হাজার টাকায়।

১৪ ইঞ্চি এলইডি ডিসপ্লের নতুন এই ল্যাপটপটিতে রয়েছে ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, দুই গিগাবাইট ডিডিআর৩ র‌্যাম, এএমডি রেডিওন আর২ গ্রাফিক্স। অডিওর জন্য এটিতে রয়েছে ডলবি ডিজিটাল প্লাস সাউন্ড সিস্টেম। এইচডিএমআই পোর্ট, ব্লুটুথ ওয়াইফাই এবং গিগাবিট ল্যান সুবিধার এই ল্যাপটপটিতে এক বছর বিক্রয়োত্তর সেবা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। ডিভাইসটির ৪ সেল ব্যাটারি ৪ ঘণ্টা ব্যাকআপ দিবে। ব্যাটারিসহ এই ল্যাপটপটির ওজন মাত্র ২ দশমিক ১ কেজি।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...