The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ল্যাপটপের সঙ্গে ট্যাবলেট ফ্রি দিচ্ছে লেনোভো!

বাজার ধরে রাখতে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন অফার সাধারণত দেখা যায় না। তবে বিশ্বখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান লেনোভা এবার দিচ্ছে ল্যাপটপের সঙ্গে ট্যাবলেট ফ্রি! এই অফারটি চমকপ্রদ তাতে সন্দেহ নেই।

ল্যাপটপের সঙ্গে ট্যাবলেট ফ্রি দিচ্ছে লেনোভো! 1

বর্তমান সময়ে বাজার ধরে রাখতে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় নেমেছে। তারা একচ্ছদ্যভাবে নিজেদের বাজার ধরে রাখতে নানা সুবিধা দিচ্ছে। এবার এমনই একটি সুযোগ দিয়েছে লেনোভা।

সম্প্রতি স্মার্ট টেকনোলজিস (বিডি) লেনোভো আইডিয়াপ্যাড ওয়াই৭০০ -এর সঙ্গে একটি ট্যাবলেট ফ্রি দেওয়া ঘোষণা দিয়েছে ।

ইন্টেল কোয়াডকোর আই সেভেন প্রসেসর সম্পন্ন লেনোভোর এই গেইমিং ল্যাপটপে থাকছে উইন্ডোজ ১০ হোম অপারেটিং সিস্টেম, এনভিদিয়া জিটিএক্স ৯৬০এম ৪জিবি ডিডিআর৫ গ্রাফিক্স কার্ড, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ৮ জিবি ডিডিআর৪ র‌্যাম।

সেইসঙ্গে রয়েছে এইচডি ওয়েবক্যাম, এক্সটার্নাল ডিভিডি রাইটার, সাবউফারসহ জেবিএল স্পীকার, এতে রয়েছে ডলবি হোম থিয়েটার সাউন্ড, ব্লুটুথ ৪.০, অডিও কম্বো জ্যাক, এইচডিএমআই ও ভিজিএ পোর্ট ফিচার। আরও বিস্তারিত জানার জন্য স্মার্ট টেকনোলজিস (বিডি)’র ওয়েব সাইটে যেতে হবে।

এই ল্যাপটপটি বর্তমানে ১৫ দশমিক ৬ এবং ১৭ দশমিক ৩ ইঞ্চি সাইজের ফুল এইচডি ডিসপ্লেতে পাওয়া যাচ্ছে। এর দাম রাখা হয়েছে যথাক্রমে ১০৫,০০০ এবং ১১০,০০০ টাকা।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...