The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এক ভক্ত মোশাররফ করিমকে দেখেই হারালেন জ্ঞান!

ভক্তদের মধুর যন্ত্রণার মুখোমুখিও হতে হয় এই জনপ্রিয় অভিনেতাকে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অভিনেতাদের ভক্তের শেষ নেই। তবে এমন অনেক ভক্তও রয়েছেন যারা সত্যিই হৃদয় থেকে ভালোবাসেন। যেমন এমনই এক ভক্তের খবর পাওয়া গেছে। অভিনেতা মোশাররফ করিমের ওই ভক্ত মোশাররফ করিমকে দেখেই হারিয়েছেন জ্ঞান!

এক ভক্ত মোশাররফ করিমকে দেখেই হারালেন জ্ঞান! 1

বর্তমান সময়ে টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা হলেন মোশাররফ করিম। নানা সময় ভক্তদের মধুর যন্ত্রণার মুখোমুখিও হতে হয় এই জনপ্রিয় অভিনেতাকে। উত্তরার ৭ নম্বর সেক্টরে স্বপ্নিল টু তে গত রবিবার ঘটে মজার এক কাণ্ড। উজ্জ্বল নামে এক ভক্ত এ অভিনেতাকে দেখেই জ্ঞান হারিয়ে ফেলেন। ঘটনার সত্যতা শিকার করেছেন মোশাররফ করিম নিজেই।

সংবাদ মাধ্যমকে মোশাররফ করিম বলেছেন, বিশাল এক টেনশনে পড়ে গিয়েছিলাম। উত্তরায় স্বপ্নিল ২ তে কায়সার আহমেদ পরিচালিত বাংলাভিশনের প্রচারিত চলতি ধারাবাহিক ‘মহাগুরু’র শুটিং করছিলাম। এমন সময় সেখানে আমাকে দেখে উজ্জ্বল হোসাইন নামে আমার এক ভক্ত অজ্ঞান হয়ে যান। পরে কাজ ফেলে তাকে সবাই মিলে মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরাতে হয়।

এক ভক্ত মোশাররফ করিমকে দেখেই হারালেন জ্ঞান! 2

উজ্জ্বল নামে ওই ব্যক্তি মোশাররফ করিমের অসম্ভব ভক্ত। তার বাড়ি যশোরের বেনাপোলে। প্রিয় অভিনেতাকে সামনে হতে একনজর দেখার জন্যই ঢাকার কাছে গাজীপুরে তিনি একটি চাকরি নেন। নানা উপায়ে মোশাররফ করিমের শুটিং কোথায় হচ্ছে জানার চেষ্টাও করে আসছিলেন দীর্ঘদিন ধরে। ওইদিন হঠাৎ খবর পেয়ে স্বপ্নিল টুতে এসে প্রিয় অভিনেতাকে দেখেই জ্ঞান হারিয়েছেন ফেলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...