দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সন্ধান পাওয়া গেছে এক বিরল রোগে আক্রান্ত শিশুর। শিশুটির শরীর থেকে হাত অনেক বড় এবং অস্বাভাবিক, শরীরের অন্য কোন যায়গায় কোন অসঙ্গতি না থাকলেও এমন অদ্ভুত এবং দানবীয় হাত নিয়ে শিশুটি রয়েছে নরক যন্ত্রণায়।
তার জন্ম ভারতে নাম কালেম। সে আর দশটা শিশুর মত নয়, স্বাভাবিক হাত থেকে তার হাতের আয়তন এবং লম্বায় প্রায় ৩,৪ গুণ। দেখে মনে হয় চলচ্চিত্রের কোনো কাল্পনিক দানবীয় চরিত্রের হাত। মাত্র আট বছর বয়সেই তার হাতের দৈর্ঘ হয়েছে ১৩ ইঞ্চি। আর দুটি হাতের ওজন প্রায় ২৫ কেজি যা তার বাকী শরীরের ওজনের প্রায় সমান।
কালেমের জন্মের সময়েই তার হাত দুটি অস্বাভাবিক বড় ছিলো, তখন তার বিষয়ে ডাক্তাররা জানিয়েছিলো সে কোন বিরল রোগে আক্রান্ত, তাঁকে উন্নত চিকিৎসা করাতে হবে বড় ডাক্তার দেখিয়ে। কিন্তু তার বাবা এবং পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব ছিলোনা। ফলে কালেম বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেটা অস্বাভাবিকভাবে আরো বৃদ্ধি পেয়েছে।
ভিডিওতে দেখলে সম্পূর্ণ বোঝা যাবে যে, কালেমের হাতের মত তার আঙ্গুলগুলোও অনেক লম্বা। এ কারণে ক্ষুদ্র কোনো জিনিস ধরতে পারে না। কালেম এই বিশাল হাত দিয়ে কোন স্বাভাবিক কাজ করতে পারেনা। সে এসব আঙ্গুল নাড়াতে পারলেও তা দিয়ে কোন কিছু ধরতে বা তুলতে পারেনা।
ভিডিওতে দেখুন-
http://youtu.be/2iiocPjdq5g
কালেম স্কুলে ভর্তি হতে পারছেনা কারণ সে কলম ধরতে সক্ষম নয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের জিন গত ট্রুটি রয়েছে এবং শরীরের ওই অংশের হরমোন অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। তার উন্নত চিকিৎসা প্রয়োজন কিন্তু তার পরিবারের পক্ষে তা দেয়া সম্ভব নয়। তবে তার মা হালিমা খাতুন আর বাবা শামীমের আশা তাদের সন্তান একদিন সুস্থ্য হয়ে উঠবে, আর ১০ জন শিশু সবার সাথে এক সাথে খেলাধুলা করবে।
আরো ছবি দেখুন-
সূত্র- মেট্রো, টেলিগ্রাফ