দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দৈনন্দিন জীবনের বিভিন্ন মুহূর্তগুলো আমরা ফ্রেমে ধরে রাখতে খুবই পছন্দ করি। তাইতো কারণে অকারণে ছবি তুলি। তবে সঠিক সময়ে ক্যামেরায় ক্লিক করতে কয়জনে পারে। আজ আমরা তুলে ধরবো ছবিতে বন্দি কিছু দুর্দান্ত মুহূর্ত।
ছবি তুলতে কমবেশি সবাই পছন্দ করে। কেউ ফোনে, কেউ ডিএসএলআর আবার কেউ প্রফেশনাল ক্যামেরায় ছবি তুলে। চোখে দেখা কিছু অসাধারন দৃশ্য বা ঘটনা স্থির করে রাখতে তাদের চেষ্টার কমতি নেই। প্রফেশনালদের ক্যামেরায় যেমন অসাধারন কিছু ছবি ধরা দেয়, তেমনি সাধারণ মানুষও মাঝে মাঝে দুর্দান্ত কিছু ছবি তুলে ফেলেন।
এই ছবিগুলো এমনভাবে তোলা হয়েছে যেন সঠিক সময়ে সঠিক ভঙ্গি ফুটে উঠে। এগুলোর কতগুলো হাস্যকর, কতগুলো বিস্ময়কর। চলুন দেখে নিই ছবিগুলো…
তথ্যসূত্রঃ boredpanda