দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন খবর শুনে অনেকেই আশ্চর্য না হয়ে পারবেন না। কারণ যিনি সাংবাদিকদের ‘খবিস’ বলে গালি দেন, তিনি এবার মেয়ের বিয়ের কারণে গণমাধ্যমকর্মীদের ‘সহযোগিতা’ চেয়েছেন। তিনি হলেন আমাদের মাননীয় সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।
বার বার তিনি বিতর্কিত হন। কখনওবা প্রকাশ্যে ধুমপান করে। আবার কখনওবা সাংবাদিকদের ‘খবিস’ বা নানা ধরনের কটুক্তি করে, অথবা কখনও মঞ্চে বসে ঘুমিয়ে পড়েন। এমন নানা ধরনের ‘বিতর্ক সৃষ্টিকারী’ মাননীয় সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী এবার মৌলভীবাজার স্টেডিয়ামে মেয়ের ‘রাজকীয়’ বিয়ে ‘সুষ্ঠুভাবে’ সম্পন্নর জন্য গণমাধ্যমের ‘সহযোগিতা’ চেয়েছেন। গতকাল বুধবার সকালে মৌলভীবাজার সার্কিট হাউসে দ্বিতীয় মেয়ের বিয়ে উপলক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করার সময় তিনি এই সহযোগিতা কামনা করেন। স্টেডিয়াম এবং সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে সমাজকল্যাণমন্ত্রীর মেয়ের বিয়ের আয়োজন নিয়ে মৌলভীবাজার শহরজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
জানা যায়, মন্ত্রীর দ্বিতীয় মেয়ে সৈয়দা সানজিদা শারমিন সানজু। পাত্র লক্ষ্মীপুরের দত্তপাড়ার শ্রীরামপুর গ্রামের মো: ইব্রাহিম পাটওয়ারীর ছেলে মো: মোশাররফ পাটওয়ারী আনিকের বিয়ে নিয়েই এই আয়োজন। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে হলেও বরের পরিবার বর্তমানে ঢাকার শ্যামলীর বাসিন্দা। আজ বৃহস্পতিবার অনুষ্ঠেয় এই বিয়ে নিয়ে মৌলভীবাজার শহরজুড়ে চলছে ব্যাপক আলোচনা।
এদিকে বুধবার পর্যন্ত এই বিয়ের জন্য সবমিলে স্টেডিয়ামে ছোট-বড় ৫টি প্যান্ডেল করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিয়েতে আগত ১৫/১৬ হাজার অতিথিকে আপ্যায়ন করা হবে। অতিথিদের তালিকায় রয়েছে মন্ত্রী-এমপি হতে শুরু করে বিদেশী কয়েকজন মেহমানও- জানিয়েছেন সৈয়দ মহসিন আলী। মতবিনিময় সভায় সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, আমি এমপি ও মন্ত্রী হওয়ায় এলাকার মানুষের কাছে দায়বদ্ধ। আর তাই আমার মেয়ের বিয়ের অনুষ্ঠান মৌলভীবাজারে করতে হয়েছে। ঢাকায় অনুষ্ঠান করলে অনেক কম খরচে অনুষ্ঠান করতে পারতেন বলে জানান সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।
তবে আর যায়ই হোক অন্তত তাঁর গণমাধ্যমকর্মীদের প্রতি কিছুটা মনোভাব পরিবর্তন হয়েছে এমনটি দেখে অনেকেই খুশি হয়েছেন। তাঁর ঘনিষ্ঠ রাজনৈতিক কর্মীদের মধ্যেও কিছুটা স্বস্থি ফিরে এসেছে; অন্তত গতকালকের পর।