দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামীকাল ৫ সেপ্টেম্বর শুক্রবার মুক্তি পাবে ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে হলিউড ব্লকবাস্টার মুভি ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি’।
বিশ্বখ্যাত তারকা ক্রিস প্র্যাট, জো সালদানা, ডেইভ বাতিস্তা, ভিন ডিজেল, ব্র্যাডলি কুপারের মতো তারকাদের নিয়ে নির্মিত হলিউড ব্লকবাস্টার ছবি ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি’ আগামীকাল ৫ সেপ্টেম্বর শুক্রবার মুক্তি পাবে ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে।
এই ছবিতে সুপারহিরোদের নতুন এক বাহিনীর মাধ্যমে আবারও বক্স-অফিস কাঁপিয়ে তুলেছে মারভেল কমিকস। ১ আগস্ট যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি’ মুভিটি। ইতিমধ্যেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে ‘পৃথিবীর রক্ষাকর্তা’দের নিয়ে নির্মিত মুভিটি।
ডিজনির ব্যানারে মারভেলের নতুন এই মুভি মুক্তির প্রথম দিনই শুধুমাত্র টিকিট বিক্রি থেকে আয় করেছে ১ কোটি মার্কিন ডলার। যা এই বছর মুক্তি পাওয়া অন্য সব ছবির চেয়ে বহুগুণ বেশি। জানা যায়, ৩৫৪টি আইম্যাক্স প্রযুক্তির হলে- মুক্তি পাওয়ার পর সেখান থেকে ছবিটি তুলে এনেছে ১০ লাখ মার্কিন ডলার। তাছাড়া চলতি বছরের সুপারহিরো ছবিগুলোর তুলনায় ব্যবসায়ীক দিক দিয়ে বহু এগিয়ে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’। মুক্তির প্রথম সপ্তাহেই ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি’ আয় করেছে ৯ কোটি মার্কিন ডলার। এটি মারভেলের অন্য দুটি মুভি ‘এক্স মেন: ডেইজ অব দ্য ফিউচার পাস্ট’ ও ‘দ্য অ্যামেইজিং স্পাইডার ম্যান টু’-এর রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। সমালোচকদেরও কোনো প্রকার মুখ খোলার সুযোগ দেয়নি জেমস গান পরিচালিত ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’।
বাংলাদেশের বিশেষ করে তরুণ-তরুণীরা ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি’ দেখতে স্টার সিনেপ্লেক্সে ভিড় জমাবেন এটিই স্বাভাবিক ব্যাপার।