দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জামায়াতের সঙ্গে তৃণমুলের সুসম্পর্ক রয়েছে বলে সাম্প্রতিক প্রকাশিত খবরের রেশ কাটতে না কাটতেই আবার আনন্দবাজারপত্রিকার মন্তব্য করেছে যে, তৃণমূলের আশ্রয়ে জামায়াত পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়েছে।
কোলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা আজ বলেছে, ‘পশ্চিমবঙ্গে শাসক দলের একাংশের আশ্রয়ে কোন কোনখানে জামায়াতের সন্ত্রাসীরা ঘাঁটি গেড়ে রয়েছে, সে বিষয়ে বাংলাদেশের কাছে বিশদ তথ্য চাইলো নয়া দিল্লি।’
আনন্দবাজার পত্রিকা আরও জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তার প্রথম নয়া দিল্লি সফরে এসেই গতকাল শুক্রবার রাষ্ট্রপতি ভবনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকে বসেন আবুল হাসান মাহমুদ আলী।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা বলছে, ‘নিরাপত্তার নানা বিষয়ের পাশাপাশি তৃণমূল-জামায়াত যোগাযোগের বিষয়টিও অত্যান্ত গুরুত্ব দিয়ে উত্থাপন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, ‘বাংলাদেশে মৌলবাদী দুষ্কৃতীদের দমনে সর্বাত্মক অভিযান চালাচ্ছে বর্তমান শেখ হাসিনার সরকার। কিন্তু গত দু-আড়াই বছরে এই দুষ্কৃতীরা পালিয়ে এসে পশ্চিমবঙ্গে ঢুকেছে। রাজ্যের শাসক দলের নেতাদের একাংশের আশ্রয়েই তারা ভারতে গা ঢাকা দিয়ে রয়েছে। দু’দেশের নিরাপত্তার জন্যই বিষয়টি উদ্বেগের।’ বাংলাদেশের পক্ষে বলা হয় যে, তৃণমূলের এক রাজ্যসভা সদস্যের সঙ্গেও বাংলাদেশের জামায়াতে ইসলামীর যোগাযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে। তারই ব্যবস্থাপনায় সীমান্ত পেরিয়ে জামায়াতের হাতে কোটি কোটি টাকা পৌঁছেছে বলেও খবর বেরিয়েছে।’
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বাস দিয়ে এও বলেন যে, ‘নিরাপত্তার প্রশ্নে নয়া দিল্লি কখনও কোনো আপস করবে না। পশ্চিমবঙ্গের কোথায় কোথায় জামায়াতের দুষ্কৃতীরা আশ্রয় নিয়েছে, কারা তাদের মদতদাতা, সে বিষয়ে তাদের কাছে যেসব তথ্য রয়েছে, বাংলাদেশ তা ভারতের হাতে দিলে ভারত সরকার অবশ্যই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।’