দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল তাদের আইফোনের নতুন সংস্করণ আইফোন ৬ আর আইফোন ৬ প্লাসের সাথে ফোনের চুরি প্রতিরোধে যুক্ত করেছে কিল সুইচ। এছাড়া আইওএস ৮ এর সাথেও এটি যুক্ত করার ফলে আপডেটের মাধ্যমে পুরোনো কিছু সংস্করণেও এই সুবিধা ব্যবহার করা যাবে।
কিল সুইচ হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আইফোন ইউজার তার আইফোনটি হারিয়ে গেলে কিংবা চুরি হয়ে গেলে তার ফোনটি অকার্যকর এবং এর ভেতরে থাকা সকল ডাটাকে মুছে ফেলতে পারবেন। রয়টার্সের বরাত দিয়ে জানা যায় যে, নিউ ইয়র্ক ডিস্ট্রিট অ্যাটর্নি মনে করেন এটি একটি যুগান্তকারী পদক্ষেপ যার ফলে ব্যবহারকারীরা নিরাপত্তাহীনতা থেকে মুক্তি পাবেন। এছাড়াও এটি ব্যবহারকারীদের জীবননাশজনিত নানা বিষয় থেকে রক্ষা করবে কেননা ব্যবহারকারী জানেন এখন থেকে তার কাছে একটি নিরাপত্তা ট্রিগার রয়েছে।
অ্যাপল প্রথম কিল সুইচ অপশনটি যুক্ত করেন সেপ্টেম্বর ২০১৩ সালে। যখন তারা তাদের আইওএস ৭ লাউঞ্চ করেছিল। কিন্তু এটি তখন ততটা কার্যকর ছিল না যতটা এর ব্যবহারকারীরা আশা করেছিল। বর্তমানে এটিকে ইউজার ফ্রেন্ডলি সেটিং সিস্টেমের মাধ্যমে গ্রাহকদের জন্য আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাসের সাথে ডিফল্টভাবে যুক্ত করে দেওয়া হয়েছে। আইফোনের এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন আইন প্রণেতা সংস্থা সকল স্মার্টফোনের সাথে এই ধরনের কোন ব্যবস্থা যুক্ত করার জন্য মতামত প্রকাশ করছে। বিগত কয়েক বছরে স্মার্টফোনের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত এবং ব্যবসায়িক গোপন তথ্য প্রকাশ হয়ে গিয়েছে। আইনপ্রণেতারা মনে করছে আগামী ২০১৫ সালের মধ্যে সকল ধরনের স্মার্টফোনের সাথে এই ধরনের একটি নিরাপত্তা সুইচ যুক্ত থাকবে।
তথ্যসূত্রঃ বিজনেসইনসাইডার