দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এখন যুগটাই কম্পিউটারের, কম্পিউটার ছাড়া পৃথিবী অচল হয়ে যাবে। এক সময় বলা হতো টাকা ছাড়া দুনিয়া অচল তবে এখন টাকার মতোই গুরুত্বপূর্ণ হচ্ছে কম্পিউটার। এবার গবেষকরা বলছেন তারা এমন এক কম্পিউটার বানাতে যাচ্ছেন যা কিনা বর্তমান কম্পিউটারের চেয়ে হাজারগুণ ক্ষমতা এবং গতির হবে!
গবেষকরা বলছেন বর্তমানের কম্পিউটারে গতি এবং শক্তি দুটি নিয়ন্ত্রিত হয় এর প্রসেসর মাদারবোর্ডের মাধ্যমে, কিন্তু এতে প্রবাহী হিসেবে ব্যবহার করা হচ্ছে সিলিকন। বিজ্ঞানীরা বলছেন কম্পিউটারের গতি হাজার গুন বাড়িয়ে দেয়া সম্ভব হবে যদি সিলিকনের বদলে এতে ‘অবস্থা পরিবর্তনকারী পদার্থ’ (পিসিএম) এর প্রয়োগ ঘটানো হয়।
বিজ্ঞানীরা বলছেন ‘অবস্থা পরিবর্তনকারী পদার্থ’ (পিসিএম) এমন একটি প্রবাহী যা এক এক তাপমাত্রায় নিজের অবস্থা পরিবর্তন করতে পারে। অর্থাৎ প্রবাহী গরম হলে এটি তরল শীতল থাকলে কঠিন এভাবেই এক এক অবস্থায় এক এক রূপ আর এতে করেই শক্তি প্রবাহ এবং কাজের গতি বেরে যাবে হাজার গুন বেশি।
ইতোমধ্যে বিজ্ঞানীরা ‘অবস্থা পরিবর্তনকারী পদার্থ’ (পিসিএম) এই পদার্থ প্রয়োগে কম্পিউটারের প্রসেসর তৈরির কাজে হাত দিয়েছেন। বিজ্ঞানীরা জানান তাদের তৈরিকৃত প্রসেসরের ক্ষমতা হবে হাজার গুন বেশি আর এতে ব্যবহৃত পদার্থ অবস্থার পরিবর্তন করতে সময় নিবে সেকেন্ডের ১০০ কোটি ভাগের এক ভাগেরও কম সময়।
এই প্রযুক্তি বাজারে এলে আমাদের জীবন যাপন ব্যবস্থাই পালটে যাবে আমূলে, কারণ তখন দ্রুত গতির প্রসেসর ব্যবহার হবে কম্পিউটার, মবাইল এবং অন্যান্য যন্ত্রপাতিতে। সে পর্যন্ত তবে অপেক্ষা করতেই হচ্ছে আপাতত…
সূত্র- Nanowerk