দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাম্প্রতিককালে স্মিথসোয়ান ন্যাশনাল মিউজিয়াম ন্যাচারাল হিস্ট্রি একটি প্রদর্শনীর আয়োজন করে। এই প্রদর্শনীর মূল বিষয় ছিল ‘বন্যতা চিরজীবন’। এই প্রদর্শনীর মূল থিম ছিল যে, আগানী ৫০ বছরে যুক্তরাষ্ট্রের বনাঞ্চল রক্ষা করার জন্য কি করা যায়। এই থিমটি তুলে ধরতে তারা গত কয়েকবছরের বনের বৈচিত্র্য নিয়ে তোলা ছবিগুলো তুলে ধরেন।

প্রায় ৫০০০ ছবি থেকে সেরা ১০টি ছবিকে প্রদর্শনীতে সম্মাননা দেওয়া হয়। জুরিবোর্ড এই ৫০০০ ছবি থেকে সেরা দশটি ছবি বের করতে বেশ হিমশিম খেতে হয় কেননা এই ছবিগুলোর সবগুলোই কোন না কোন পুরুস্কারে ভূষিত। তাই এই ক্ষেত্রে তারা বনের জীবনের ছবি তুলতে গিয়ে পার্ফেক্টলি তোলা ছবিগুলোকে বিবেচনা করেন। এই প্রদর্শনীটি যুক্তরাষ্ট্রের বন্য প্রাণী এবং স্থান সংরক্ষণ আইন ১৯৬৪ সালের আইনকে মানুষের কাছে পরিচিত করে তুলতে সাহায্য করবে বলে আশা করা যায়। এই ৫০০০ ছবিগুলো পুরো যুক্তরাষ্ট্রকে প্রদর্শন করে কেননা তা আলাস্কার বরফশীতল পাহাড় থেকে শুরু করে ফ্লোরিডার প্রশান্ত মহাসাগরীয় চিত্র ফুটে উঠেছে।

১। খেক শিয়ালের খেলাধুলা, ড্যানালি ন্যাশনাল পার্ক, আলাস্কা

২। বন্য ছাগল ছানা, মাউন্ট ইভানস ওয়াইল্ডারনেস, কলোরাডো

৩। বাদামী ভালুকের সকালের নাস্তা মাছ, কাতমাই ন্যাশনাল পার্ক এন্ড প্রিজার্ভ, আলাস্কা

৪। ঈগল পাখির মাছ শিকার, গ্লাসিয়ার বে ওয়াইল্ডারনেস পার্ক, আলাস্কা

৫। বন্য ফুলের সমাহার, গ্রেন্ড তেতন ন্যাশনাল পার্ক, ওয়ামিং

৬। স্নো আউল বা বরফ পেঁচা, ফায়ার আইল্যান্ড পার্ক, নিউইয়র্ক

৭। খোয়া বিছানো রাস্তা, সোল ডুক ভ্যালি, ওয়াশিংটন

৮। নিঃসঙ্গ দ্বীপ, অ্যাপোস্টল আইল্যান্ড ন্যাশনাল লেকশোর, উইস্কিন্সন

৯। আমেরিকান অ্যালিগেটর, ফ্লোরিডা

১০। অস্তমিত সুর্যের সাথে কায়াকচারীর ঘরে ফেরা, মিনোসোটা
আরো দেখুন গ্যালারিতেঃ
তথ্যসূত্রঃ বোরপান্ডা





