দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের মনিপুরে মাত্র ১০ মিনিটের ব্যবধানে ৫ সন্তানের জন্ম দিয়েছেন এক মৎসজীবীর স্ত্রী। এতো কম সময়ে ৫ সন্তানের জন্মদান বিশ্বে এটিই প্রথম বলে ধারণা করা হচ্ছে।
হিন্দুস্থান টাইমস এর খবরে বলা হয়, ভারতের মণিপুরের বিষ্ণুপুর জেলার বাসিন্দা ১০ মিনিটের ব্যবধানে ৫ সন্তানের জন্মদানকারী মাতা এখন সুস্থ্য আছেন। জন্মদানকারী মাতা এক মৎসজীবীর স্ত্রী। ঐনাম গিতা নামে ৩৫ বছর বয়সী ওই মহিলা গর্ভধারণের ২৮ সপ্তাহ যেতে না যেতেই গত পরশু সোমবার ৫টি সন্তানের জন্ম দেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ৫ নবজাতকের মধ্যে ৪টি মেয়ে ও ১টি ছেলে শিশু। তবে এরমধ্যে ১টি মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। বাকি ৪ জনের মধ্যে ২ জনকে আইসিইউতে রাখা হয়েছে। ২টি কন্যা সন্তানের ওজন যথাক্রমে ৮০০ এবং ৯০০ গ্রাম। এছাড়া ১ম ও ৩য় নম্বরে জন্ম নেওয়া ২ নবজাতক সুস্থ আছে। নবজাতকদের মা গিতাও সুস্থ রয়েছেন।