দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ শুক্রবার, ৩ অক্টোবর ২০১৪ খৃস্টাব্দ, ১৮ আশ্বিন ১৪২১ বঙ্গাব্দ, ৭ জিলহজ্ব ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি মসজিদ আল-হারাম। পৃথিবীর সর্ববৃহৎ ও প্রধান মসজিদ হচ্ছে এই মসজিদ আল-হারাম।
৬৩৮ সালে স্হাপিত এই মসজিদটি সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত। মসজিদটি পবিত্র ক্কাবা ঘরের চতুর্বেষ্টিত হয়ে আছে। ৩৫৬৮০০ স্কয়ার মিটার আয়তন (বা ৮৮.২ একর) বিশিষ্ট মসজিদটির লোক ধারণ ক্ষমতা ৮,২০,০০০ জন।
এটির সর্বমোট ৯টি মিনার রয়েছে। ইতিহাস থেকে জানা যায়, আল্লাহ’র হুকুমে হযরত ইব্রাহিম (আ:) ক্কাবা ঘর এবং তদ্বসংলগ্ন এই মসজিদ নির্মাণ করেন। ক্কাবা ঘরের দিকে নির্দেশনা করেই পৃথিবীর যেকোন প্রান্ত থেকে নামাজ আদায় করা হয়ে থাকে। এই ক্কাবা ঘরের পূর্ব পাশে রয়েছে (বর্তমান রং) কালো একটা পাথর। পবিত্র ক্কাবা ঘর তাওয়াফ করা হজ্জ্বের অপরিহার্য একটা কাজ। আর কয়েকদিনের মধ্যে বিশ্বের সর্ববৃহৎ সমাগম ঘটবে এখানে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মুসল্লি সমবেত হবেন এখানে, লাব্বায়েক আল্লাহুম্মা..ধ্বনিতে মুখরিত হবে এই প্রান্তর।