The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

জাপানে অগ্ন্যুৎপাতে ৩০ পবর্তারোহীর মৃত্যু ঘটেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জাপানে গত শনিবারের আকস্মিক অগ্ন্যুৎপাতে এ পর্যন্ত ৩০ পবর্তারোহীর মৃত্যু ঘটেছে। গতকাল রবিবার মৃতদেহগুলো অনটেকের চূড়ার কাছে নিষ্প্রাণ অবস্থায় পাওয়া গেছে। সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।

Japan volcano 30 deaths01

জাপানে মাউন্ট অনটেক আগ্নেয়গিরিতে গত পরশু শনিবার আকস্মিকভাবে অগ্ন্যুৎপাত শুরু হয়। এতে প্রায় আড়াইশর মতো পর্যটক আটকা পড়ে। এদের মধ্যে কিছু পর্যটককে উদ্ধার করা হলেও গতকাল রবিবার অন্তত ৩০ পর্বতারোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে। অনটেকের চূড়ার কাছে নিষ্প্রাণ অবস্থায় তাদের যায়।

জাপানের গণমাধ্যমগুলো বলেছে, অনটেকের চূড়ার কাছে নিষ্প্রাণ অবস্থায় পাওয়া ওই ৩০ পর্বতারোহীর শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। এমনকি তাদের হৃদপিণ্ডও থেমে গেছে। জাপানে সাধারণতভাবে মেডিক্যাল পরীক্ষার পরই কারো মৃত্যুর খবর নিশ্চিত করা হয়ে থাকে। মাউন্ট অনটেক-এ শনিবারের আকস্মিক অগ্ন্যুৎপাতের সময় বিপুল পরিমাণ ছাই এবং ছোট ছোট পাথর নির্গত হতে থাকে।

অগ্নুৎপাত শুরু হওয়ার পর অন্তত আড়াইশ’ পর্বতারোহী আটকা পড়ে। পরবর্তী সময়ে অধিকাংশ পর্বতারোহী নিরাপদে নেমে আসতে পারলেও অন্ততপক্ষে ৫০ জন আটকা পড়ে। এরমধ্যে রবিবার ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেল। বাকি পর্যটকরা এখনও নিখোঁজ রয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...