দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জাপানে গত শনিবারের আকস্মিক অগ্ন্যুৎপাতে এ পর্যন্ত ৩০ পবর্তারোহীর মৃত্যু ঘটেছে। গতকাল রবিবার মৃতদেহগুলো অনটেকের চূড়ার কাছে নিষ্প্রাণ অবস্থায় পাওয়া গেছে। সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।
জাপানে মাউন্ট অনটেক আগ্নেয়গিরিতে গত পরশু শনিবার আকস্মিকভাবে অগ্ন্যুৎপাত শুরু হয়। এতে প্রায় আড়াইশর মতো পর্যটক আটকা পড়ে। এদের মধ্যে কিছু পর্যটককে উদ্ধার করা হলেও গতকাল রবিবার অন্তত ৩০ পর্বতারোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে। অনটেকের চূড়ার কাছে নিষ্প্রাণ অবস্থায় তাদের যায়।
জাপানের গণমাধ্যমগুলো বলেছে, অনটেকের চূড়ার কাছে নিষ্প্রাণ অবস্থায় পাওয়া ওই ৩০ পর্বতারোহীর শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। এমনকি তাদের হৃদপিণ্ডও থেমে গেছে। জাপানে সাধারণতভাবে মেডিক্যাল পরীক্ষার পরই কারো মৃত্যুর খবর নিশ্চিত করা হয়ে থাকে। মাউন্ট অনটেক-এ শনিবারের আকস্মিক অগ্ন্যুৎপাতের সময় বিপুল পরিমাণ ছাই এবং ছোট ছোট পাথর নির্গত হতে থাকে।
অগ্নুৎপাত শুরু হওয়ার পর অন্তত আড়াইশ’ পর্বতারোহী আটকা পড়ে। পরবর্তী সময়ে অধিকাংশ পর্বতারোহী নিরাপদে নেমে আসতে পারলেও অন্ততপক্ষে ৫০ জন আটকা পড়ে। এরমধ্যে রবিবার ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেল। বাকি পর্যটকরা এখনও নিখোঁজ রয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
This post was last modified on সেপ্টেম্বর ২৯, ২০১৪ 2:56 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…