দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আধুনিক এই যুগে দেশীয় ই-কমার্স ওয়েবসাইট গুলো এবার নিজেদের সাইটে কোরবানীর গরু তুলেছে এবং সেখান থেকেই যে কেউ দরদাম করে পছন্দের গরুটি কিনে নিতে পারবেন।
মূলত গরু হাট থেকে কিনে আনা এবং হটে ঝক্কি ঝামেলা না পোহাতে যারা চান তাদের জন্যই অনলাইনে গরু কেনার এই সুযোগ দেয়া হচ্ছে। হাটে গরু কিনতে গেলে নানান সমস্যার পাশাপাশি রয়েছে দালালের উৎপাত। অনলাইনে গরু কিনতে গ্রাহকদের যেন কোন ভোগান্তি না হয় এবং গ্রাহকরা যেন সঠিক দামে সঠিক গরুটি কিনে নিতে পারেন তাই যথাযথ দাম ও কোরবানী উপযোগি পশু বাছাই করে ভালোমানের ছবি তুলে সাজানো হয়েছে এসব ওয়েব সাইট।
এছাড়াও গরুর হাট থেকে সরাসরি গরুর ছবি ফেসবুকে আপডেট দিয়ে সেখান থেকে অর্ডার নিয়ে গরু পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। আজ আমরা একে একে অনলাইনে যেসব সাইটে এবং পেইজে গরু বিক্রির ব্যবস্থা করেছে সব সাইট সম্পর্কে আপনাদের জানাবো। চলুন জেনে নেয়া যাক-
১) akhoni.com: akhoni.com তাদের ই-কমার্স সাইটে এবারের কোরবানী উপলক্ষে গরুর অনলাইন হাট শুরু করেছে আপনি তাদের সাইটে আপ্লোড হওয়া গরুর ছবি পছন্দ করে সেখানে থাকা গরুর দামের সাথে বাজেটের মিল থাকলে কল দিয়ে সরাসরি কথা বলতে পারেন। এবং পছন্দের গরুটি কিনে নিতে পারেন।
২) Amardesheshop.com: Amardesheshop.com ও এবারের করবানী ঈদকে সামনে রেখে গরু ছাগল বিক্রির আয়োজন করেছে। ক্রেতারা এখান থেকে খুব সহজেই পছন্দের গরু দরদাম করে কিনে নিতে পারেন। তবে এক্ষেত্রে নিন নিন এলাকার গরু বাছাই করতে হবে।
৩) Gabtoli Cattle Market: এটি একটি ফেসবুক পেইজ এখানে বিভিন্ন হাট থেকে নানান গরুর ছবি আপ্লোড করা হয় এবং দামও জানানো হয়। এখান থেকে যে কেউই নিজের পছন্দের গরুটি কিনে নিতে পারেন এরা আপনাকে গরু আপনার বাসায় পৌঁছে দিবে বলে নিশ্চয়তা দিয়ে থাকে।
৪) এখানেই ডট কম: এখানে নানান বিক্রেতা তাদের নিজ নিজ গরুর ছবি আপ্লোড করে থাকে। আপনি একজন ক্রেতা হিসেবে বিক্রেতাকে সরাসরি কল দিয়ে দাম এবং অন্যান্য বিষয়ে জেনে নিয়ে গরু কিনে নিতে পারেন।
৫) বিক্রয় ডট কম: আপনি চাইলে বিক্রয় ডটকম থেকে সরাসরি গরুর ছবি এবং দাম দেখে বিক্রেতার নাম্বারে কল দিয়ে বাদ বাকি দরদাম করে পছন্দের গরু কিনে নিতে পারেন। বিক্রয় ডট কমে রয়েছে বিশাল গরু ছাগলের সংগ্রহশালা।