দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শিক্ষামন্ত্রীর গতকালের বক্তব্য নিয়ে দেশজুড়ে যখন চরম সমালোচনার ঝড় ঠিক সেই মুহূর্তে আজ আবার যে ফল বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটে ফেলের হার ৯৭%!
গতকাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সংবাদ সম্মেলন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ভর্তি ফলাফল নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তাঁর বক্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিও বেশ জোরালোভাবে যুক্তি তুলে ধরেছেন। শিক্ষামন্ত্রী বলেছেন, ইংরেজি বিভাগে বাংলাদেশের দু’জনের বেশি যোগ্য কেও নেই এটি বিশ্বাসযোগ্য নয়। মন্ত্রীর বক্তব্যর পর এই বিষয় নিয়ে গতকাল থেকেই চলছে নানা কথা। আজ আবার ‘চ’ ইউনিটের ফলাফলও গত সবগুলো ফলাফলকে ছাড়িয়ে গেছে।
চারুকলা অনুষদের অধীনে ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে দেখা যায়, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৯৬.৯০ শতাংশই ফেল করেছেন। ওই পরীক্ষায় মোট ৭ হাজার ২৯২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছেন মাত্র ২২৬ জন। এ অনুষদে আসন রয়েছে ১৩৫টি। রবিবার সন্ধ্যায় প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার এই ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) উচ্চ মাধ্যমিক পাশের রোল, পাশের সাল, বোর্ডের নাম এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর দিয়ে লগইন করলেই এই ফলাফল জানা যাবে।
আবার মোবাইল ফোনের এসএমএস’র মাধ্যমেও পরীক্ষার্থীরা তাদের ফল জানতে পারবেন। যেকোন মোবাইল অপারেটরের সিম হতে ফোনের মেসেজ অপশনে গিয়ে du<স্পেস>cha<স্পেস> ভর্তি পরীক্ষার রোল টাইপ করতে হবে এবং ১৬৩২১ নম্বরে পাঠিয়ে দিতে হবে। ফিরতি এসএমএস এর মাধ্যমে এই ফলাফল জানা যাবে।