দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো ঈদের অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাবে টিভির জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত দম্পতিকে। এই প্রথমবারের মতো ক্যামেরার সামনে আসছেন আবুল হায়াতের সহধর্মিনী শিরিন হায়াত।
গুণি অভিনেতা, নাট্যকার, নাট্যপরিচালক এবং সেইসঙ্গে প্রকৌশলী আবুল হায়াত। তার সফল জীবনের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা তাঁরই সহধর্মিনী শিরিন হায়াত। ১৯৭০ সালে আবুল হায়াত বিয়ে করেন তারই মেজ বোনের ননদ মাহফুজা খাতুন শিরিনকে।
এরপর ১৯৭১ সালের ২৩ মার্চ মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে জন্ম হয় আবুল হায়াত এবং শিরিন হায়াত দম্পতির সন্তান বিপাশার। এর ৬ বছর পর জন্ম নেয় আরেক মেয়ে নাতাশা। তারা দু’জনেই বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী।
২ মেয়ের মতো বাবাকেও ছোট পর্দায় সব সময় দেখে অভ্যস্ত বাংলাদেশের দর্শকদের। কিন্তু আবুল হায়াতের সঙ্গে তার সহধর্মিণী শিরিন হায়াতকে কোনো অনুষ্ঠানে একসঙ্গে কখনও দেখা যায়নি। এবারের ঈদে মাছরাঙা টেলিভিশনের জন্য ‘ভালোবাসা কারে কয়’ নামে একটি অনুষ্ঠানে আবুল হায়াত ও শিরিন হায়াতকে দেখা যাবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তানিয়া আহমেদ।