দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার গাবতলী গবাদি পশুরহাটে উঠেছে বিশাল এক ছাগল, এটির দাম হাঁকা হয়েছে ২ লাখ ৬০ হাজার টাকা! বিক্রেতার দাবি খাসি-ছাগলটির ওজন হবে প্রায় ৯০ কেজি।
আনোয়ার নামে এক ব্যাপারী এই বিশাল ছাগল নিয়ে এসেছেন হাটে। তার দাবি তার এই খাসি-ছাগলের ওজন হবে ৯০ কেজি, এবং তিনি একে খুব যত্ন সহকারে বড় করেছেন। বিক্রেতা সাদা রংয়ের খাসিটিকে ক্রেতাদের চোখে ধরার জন্য মেহেদি দিয়ে শরীরে ছোপ ছোপ আল্পনা আঁকে এনেছেন হাটে। এটি দেখতে সত্যি আলাদা মনে হচ্ছে। এছাড়া বাঁকানো বড় দু’টি শিং চকচকে করার জন্য ব্যবহার করা হয়েছে তেল। আর এতেই পশুর হাটের উৎসুক অনেক জনতা এ ছাগলটিকে দেখতে ভিড় জমাচ্ছেন।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার হাটবোয়ালী গ্রামের বিক্রেতা আনোয়ার বলেন, ‘খাসির দাম চাছি ২ লাখ ৬০ হাজার। তবে কিছুটা এদিক সেদিক হলেই ছেড়ে দিবো, বিক্রি করতেই হাটে আনছি।”
এদিকে খবর নিয়ে জানা গেছে এরই মাঝে বেশ জমে উঠেছে ছাগলটি কেনার প্রতিযোগিতা, ইতোমধ্যে ৯০ হাজার দাম উঠেছে তবে বিক্রেতা চাইছেন আরো দাম উঠুক, তাই জন্যই অপেক্ষা।