দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামিক স্টেট (আইএস) এবার হুমকিক দিলো টুইটার কর্মীদের! এই হুমকির খবর সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন মাইক্রোব্লগিং সাইটটির প্রধান নির্বাহী ডিক কস্টোলো।
বেশ কিছুদিন আগেই টুইটার কর্মীদের প্রাণনাশের হুমকি দিয়েছিল ইসলামিক স্টেট যাকে বলা হয়ে থাকে আইএস। আইএস-এর এই হুমকির খবর উড়োভাবে প্রকাশ পেলেও এবার নিশ্চিত করেছেন মাইক্রোব্লগিং সাইটটির প্রধান নির্বাহী ডিক কস্টোলো।
সংবাদ মাধ্যম বলেছে, ভ্যানিটি ফেয়ার নিউ এস্টাবলিশমেন্ট সামিটে দেওয়া এক সাক্ষাৎকারে মাইক্রোব্লগিং সাইটটির প্রধান নির্বাহী ডিক কস্টোলো আইএস হুমকির ব্যাপারে মুখ খোলেন। তিনি জানিয়েছেন একাধিক আইএস জঙ্গীর অ্যাকাউন্ট ডিলিট করার পর প্রাণনাশের হুমকি আসতে থাকে টুইটার কর্মীদের উদ্দেশ্যে।
মাইক্রোব্লগিং সাইটটির প্রধান নির্বাহী ডিক কস্টোলো বলেছেন যে, ‘তাদের অ্যাকাউন্টগুলো ডিলিট করে দেওয়ার পর, টুইটারের মাধ্যমে টুইটার কর্মী ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিদের হত্যা করা উচিত বলে এমন মন্তব্য করেছিল সংগঠনটির সঙ্গে জড়িত একাধিক ব্যক্তি।’ আবার নিজেও প্রাণনাশের হুমকিও পেয়েছেন এমনটি জানিয়েছেন কস্টোলো। খবর বিডি নিউজ ২৪ ডট কমের।
শুরু থেকেই মাইক্রোব্লগিং সাইট টুইটার ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ এবং তথ্য আদান-প্রদান করে আসছিল আইএস কর্মীরা। আইএসের অ্যাকাউন্টগুলো নীতি বিরোধী হওয়ার কারণে প্রথমেই সেগুলো ডিলিট করেছিল টুইটার। এরপর থেকে আরও বহু অ্যাকাউন্ট ডিলিট করা হয়েছে আইএস কর্মীদের।
ডিক কস্টোলো আরও বলেছেন, ‘আমরা যেসব দেশগুলোতে সেবা দিয়ে থাকি, তার বেশিরভাগেই টুইটার ব্যবহার করে এই ধরনের সংগঠনের প্রচারণা চালানো নিষিদ্ধ বা আইন বিরোধী কাজ। আমরা এরকম অ্যাকাউন্টগুলো খুঁজে বের করে যতো দ্রুত সম্ভব ডিলিট করে থাকি।’