The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

আঘাত হানার পর দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় হুদহুদ

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ভারতের অন্ধ প্রদেশ ও উড়িষ্যায় আঘাত হানার পর দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় হুদহুদ। এই ঘূর্ণিঝড় হুদহুদের আঘাতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে।

Hudhud tornado weak

ঘণ্টায় ২০৫ কিলোমিটার বেগে ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমে আঘাত হানার পর ক্রমেই দুর্বল হয়ে পড়তে অতি প্রবল আকার ধারণকারী ঘূর্ণিঝড় হুদহুদ।
গতকাল রবিবার স্থানীয় সময় বেলা ১২টার দিকে বিশাখাপত্তমের কৈলাসগিরি এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় হুদহুদ। ৩০ কিলোমিটার বিস্তৃত এলাকা নিয়ে হুদহুদ ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে থাকে। ভারতীয় আবহাওয়া বিভাগ বলেছে, পরবর্তী ৬ ঘণ্টায় ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে।

Hudhud tornado weak-4

Hudhud tornado weak-2

প্রবল বাতাস, বৃষ্টিপাত ও জলস্যাসে এলাকার অনেক দোকানপাট বিধ্বস্ত হয়েছে। সড়কের ওপর গাছ ভেঙে পড়ার কারণে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়েছে। এই ঘূর্ণিঝড় হুদহুদের তাণ্ডবে অন্ধ্র প্রদেশে ৩ জন ও উড়িষ্যায় ৩ জন নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
Hudhud tornado weak-3

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...