The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ভারতের তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার জামিন

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ভারতের তামিলনাড়ুর পদচ্যুত মুখ্যমন্ত্রী জয়ললিতার জামিন দিয়েছে সেদেশের আদালত। গতকাল শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট জয়ললিতার জামিন মঞ্জুর করে।

Jayalalithaa to bail

গতকাল ১৭ অক্টোবর ভারতের সুপ্রিম কোর্ট জয়ললিতার জামিন মঞ্জুর করেন। শারীরিক অবস্থা বিবেচনা করে তাঁকে জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

আগামী ২/৩ মাস চেন্নাইয়ের বাসভবনেই অবস্থান করবেন বলে আদালতকে আশ্বস্ত করেছেন তিনি। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগো আক্রান্ত হয়েছেন তিনি।

উল্লেখ্য, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের ‍এক মামলায় গত ২৭ সেপ্টেম্বর ব্যাঙ্গালুরুর বিশেষ আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। আদালত তাকে ৪ বছরের কারাদণ্ড দেন। সঙ্গে ১০০ কোটি রুপি জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। দোষী সাব্যস্ত হওয়ায় ভারতীয় আইন অনুযায়ী ওইদিনই মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে হয় তামিলনাড়ুর ‘আম্মা’ হিসেবে খ্যাত জয়ললিতাকে। ১৯৯৬ সালে জয়ললিতার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়।

আপিলের পর ৭ অক্টোবর কর্ণাটকের আদালত তার জামিন আবেদন নাকচ করে দিলে ৩ সপ্তাহ জয়ললিতাকে ব্যাঙ্গালুরুর কারাগারেই আটক থাকতে হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...