দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ সোমবার, ২০ অক্টোবর ২০১৪ খৃস্টাব্দ, ৫ কার্তিক ১৪২১ বঙ্গাব্দ, ২৩ জিলহজ্ব ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
গতকালকের মতো আজও একটি সুভাষিত ফুল। আজ বকুল ফুলের কথা বলবো। তবে শিউলি ফুলের থেকে আরও বেশিদিন এই বকুল ফুলের গন্ধ ঘরময় ভরে থাকে। ক্ষুদ্র ফুল হলেও এর গন্ধ থাকে দীর্ঘদিন।
আশ্বিন-কার্তিকের এই সময়টিতে ফোনে এই ফুল। গাছের নীচে ছড়িয়ে-ছিটিয়ে থাকে বকুর ফুল। কুড়িয়ে কোচ ভরতে হয়। কুড়াতে বেশ এক ধরনের মজা পাওয়া যায়। বিশেষ করে মেয়েদের কাছে বকুল ফুল কুড়ানো এক বড়ই মজার ব্যাপার। সকাল বেলায় ঘুম থেকে উঠেই গাছের নীচে চলে যান। দেখবেন হাজার হাজার ফুল ঝরে পড়েছে। শুধুই কুড়াতে হবে। এই ফুল দিয়ে মালা গাঁথতে হয়। খুব সুন্দর মালা গাঁথা যায় এই ফুল দিয়ে। বহুদিন থাকে এই মালা। শুকিয়ে গেলেও এই মালার ঘ্রাণ সহজে যায় না।
ছবি: forum.projanmo.com এর সৌজন্যে।