দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলা চলচ্চিত্রের এই সময়কার জুটি ইমন-আঁচল অভিনিত ‘স্বপ্ন যে তুই’ ছবিটি মুক্তিপাচ্ছে আগামীমাসে ২১ নভেম্বর।
মানুষের জীবনে স্বপ্ন থাকে। আর সে স্বপ্ন বিভিন্ন রকমের হয়ে থাকে। কারও থাকে বড় হওয়ার স্বপ্ন আবার কারও থাকে মনের মধ্যে কাওকে ধারণ করার স্বপ্ন। এমনই এক মিষ্টি প্রেম কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ‘স্বপ্ন যে তুই’ ছবিটি। ২১ নভেম্বর সারাদেশে মুক্তি পাচ্ছে ‘স্বপ্ন যে তুই’। ছবিটির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় আসছেন এই প্রজন্মের জুটি ইমন-আঁচল। অপরদিকে এই ছবির পরিচালক মনিরুল ইসলাম সোহেলেরও এটি প্রথম ছবি।
পরিচালক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ছবির প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই ভালোবাসায় ভরপুর। তিনি বলেন, প্রেমের জন্য উৎসর্গ আছে, প্রেম নিয়ে মানসিক টানাপোড়েনও আছে। তবে পরিচ্ছন্ন গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘স্বপ্ন যে তুই’।
গল্পের প্রথমভাগে রয়েছে ইমন গ্রামের এক ছেলে। পরবর্তীতে শহরে আসার পর শুরু হয় তার বদলে যাওয়ার পুরো অধ্যায়। ছবিটির কাহিনী লিখেছেন পাভেল। চিত্রনাট্য এবং সংলাপ পরিচালক নিজেই লিখেছেন। ২৫ সেপ্টেম্বর বিনাকর্তনে ছাড়পত্র পেয়েছে ‘স্বপ্ন যে তুই’ ছবিটি।
ইস্টার্ন মোশন পিকচার্সের ব্যানারে ‘স্বপ্ন যে তুই’ নির্মিত হয়েছে। ইমন-আঁচল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন আদনান আফ্রি, প্রিয়া, এশা, কাজী হায়াৎ, সাদেক বাচ্চু, রনি, সজল ও জামিল প্রমুখ।
‘স্বপ্ন যে তুই’ ছবিটি বর্তমান প্রজন্মের দর্শকদের ভালো লাগবে বলে জানিয়েছেন পরিচালক মনিরুল ইসলাম সোহেল।