দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ শনিবার, ২৫ অক্টোবর ২০১৪ খৃস্টাব্দ, ১০ কার্তিক ১৪২১ বঙ্গাব্দ, ২৮ জিলহজ্ব ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি দেখছেন এটিকে বলা হয় চারু। এটি দিয়ে মাছ ধরতে হয়। বর্ষার সময় বিভিন্ন নদী-নালায় এই চারু পেতে রাখা হয়। বিশেষ করে অতিবৃষ্টির সময় এই চারু পেতে রাখা হয় পানির স্রোত যেদিকে গেছে তার বিপরিতে। কিন্তু এখন এই মাছ ধরার চারু প্রায় বিলুপ্ত হতে চলেছে।
প্রতিটি চারুতে অন্তক দুটি প্রবেশ পথ থাকে। সেই প্রবেশ পথ দিয়ে মাছ অনায়াসে ঢুকে পড়ে। কিন্তু বের হওয়ার সময় আর পথ পায় না। কারণ প্রবেশপথ গুলো এমনভাবে থাকে ঢোকার সময় ঢুকবে কিন্তু বের হওয়ার সময় বাঁশের খিলের কারণে আর বের হতে পারবে না। এক বা দুই ঘণ্টা অথবা কখনও কখনও রাতে চারু পেতে রাখলে সকালে দেখা যায় মাছ ভরে আছে। তবে যেহেতু পানির মধ্যে চারু পাতা থাকে তাই, মাছ তাজা থাকে।
এভাবেই মাছ ধরার জন্য চারু ব্যবহার করা হয়ে থাকে। আমরা ছোটবেলায় এই চারু পেতে মাছ ধরতে দেখেছি। এখনও বর্ষার সময় গ্রামে গেলে দেখা যায় চারু পেতে মাছ ধরতে।
ছবি: ittefaq.com.bd এর সৌজন্যে।