দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দাউদ ইব্রাহিমের কথা নিশ্চয়ই বিশ্ববাসী ভোলেনি। পাক গুপ্তচর সংস্থা আইএসআই সেই দাউদ ইব্রাহিমকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণের অন্যতম ‘খলনায়ক’ দাউদ ইব্রাহিমকে কোথায় সরানো হয়েছে তা গোপন রাখা হয়েছে।
মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণের অন্যতম ‘খলনায়ক’ হিসেবে খ্যাত দাউদ ইব্রাহিমকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল রবিবার আইএসআই দাউদকে করাচির ঠিকানা হতে অন্য এক গোপন স্থানে সরিয়ে দিয়েছে।
মনে করা হচ্ছে যে, ভারত এবং মার্কিন প্রশাসন দাউদকে পেতে মরিয়া হয়ে উঠেছে তাই, দাউদের নিরাপত্তা বাড়াতে সচেষ্ট হয় পাক গুপ্তচর সংস্থা। পাক সরকারের নির্দেশেই তাই আইএসআই এদিন দাউদকে করাচির ঠিকানা হতে অন্য কোনো স্থানে সরিয়ে নিয়ে গেছে। তবে কোথায় নিয়ে গেছে সে সম্পর্কে কিছুই জানতে পারেনি সংবাদ মাধ্যমগুলো।