দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের দীর্ঘতম বাস রয়েছে চীনে। যতদুর জানা যায়, ৮২ ফুটেরও বেশি লম্বা এই বাসটি বর্তমানে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম বাস।
এক খবরে জানা যায়, ১৩০ কোটি জনসংখ্যার দেশ চীনে পাবলিক পরিবহন হিসেবে ব্যবহারের জন্য এই দীর্ঘতম বাস চালু করা হয়। চীনের বেইজিং এবং হ্যাংজুতে এ বাস চলাচল করে। এ বাসটির নাম দেওয়া হয়েছে ‘ইয়াংম্যান জেএনপি ৬২৫০জি’। জানা যায়, এই বাসটি ৮২ ফুটেরও বেশি লম্বা। বাসটি একইসঙ্গে ৩শ’ যাত্রী বহন করতে সক্ষম।
এই বাসটি ঘণ্টায় সর্বোচ্চ ৫০ মাইল বেগে ছুটতে পারে। চীনা কর্তৃপক্ষ বলেছে, চীনের ব্যস্ততম সড়কে চলার জন্য এই গতিই যথেষ্ট। বৃহত্তম এই বাস চালুর ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে বলেই আশা করছে চীনা কর্তৃপক্ষ। চীনের রাস্তায় গেলে এই দীর্ঘতম বাসটি দেখা যাবে।