দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ শুক্রবার, ৩১ অক্টোবর ২০১৪ খৃস্টাব্দ, ১৬ কার্তিক ১৪২১ বঙ্গাব্দ, ৬ মহররম ১৪৩৬ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
বিশ্বের ৬ষ্ঠ বৃহত্তর মসজিদ মরোক্কো’র হাসান মসজিদ। ১৯৯৩ সালে স্হাপিত এই মসজিদটি মরক্কোর কাসাবলংকায় অবস্থিত। মসজিদটি আটলান্টিক মহাসাগরের তীর ঘেষে নির্মিত হয়েছে।
এই মসজিদটির আয়তন ৯০,০০০ স্কয়ার মিটার। এখানে একসঙ্গে ১,০৫,০০০ জন নামাজ আদায় করতে পারেন। বিশ্বের (মসজিদের মধ্যে) সবচেয়ে উচ্চ মিনারটি এই মসজিদে রয়েছে। এই মিনারের উচ্চতা ২১০ মিটার (বা ৬৮৯ফুট)। অত্যন্ত দামি মার্বেল, গ্রানাইড, পাথর, কাঠ ব্যবহার করা হয়েছে এই মসজিদটিতে যা মরোক্কোর ৬ হাজার আর্টিস্টের প্রায় ৫ বছর সময় লেগেছিল স্থাপন করতে। মসজিদটিতে নিখুঁতভাবে ফুঁটিয়ে তোলা হয়েছে এক নয়নাভিরাম কারুকার্য। বহু পর্যটক আছেন এই কারুকার্যপূর্ণ মসজিদটি এক নজর দেখার জন্য।