দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশে অবশেষে যাত্রা শুরু করল আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট সিগ্রি (Sigree)। সিগ্রিতে রয়েছে দুই শতাধিক অতিথির ধারণক্ষমতাসম্পন্ন আধুনিক ব্যাংকুইট। এছাড়াও আন্তর্জাতিক মানের নানান খাবারের সম্ভার তো রয়েছেই। রাজধানীর মিরপুর-১১ এর প্রধান সড়কে সিগ্রি বাংলাদেশ শাখা পরিচালনায় রয়েছে ডাইনেষ্টি গ্রুপ।
বাংলাদেশে যদিও সিগ্রির যাত্রা বেশিদিন হচ্ছেনা, ইতোমধ্যে উদ্বোধন এর পর থেকেই ভোজন রসিকদের মন জয় করে নিয়েছে সিগ্রি। তানজানিয়া, হায়দ্রাবাদ, মুম্বাই, পুনে সহ অনেক অঞ্চলের মানুষের মন জয় করে এসে সিগ্রি বাংলাদেশের মানুষেরও মন জয় করতে সচেষ্ট। রাজধানীর মিরপুর-১১ দিয়ে গেলে একটিবারের জন্য থামতেই হবে। কারণ এখানেই রয়েছে সিগ্রি।
দেখে নিন যেভাবে যাবেন সিগ্রিতে।
আপনি সিগ্রিতে প্রবেশ করতে গেলেই আলাদা এক উষ্ণ অভ্যর্থনা পাবেন যা আপনাকে মন মাতিয়ে দিতে যথেষ্ট। শুধু খাবারই নয় এখানে বাহারি লাইটিং এবং ইন্টেরিওর আপনার প্রান জুড়িয়ে দিবে। এরই সাথে সিগ্রির সুন্দর অভিজাত পরিবেশে খাবার গ্রহন, ভোজনের সাথে সাথে আপনার মনকে দিবে প্রশান্তি। সিগ্রির রাজকীয় রন্ধনশালার মত বেশীরভাগ খাবার রান্না হয় কয়লার আঁচে। এতে করে খাবারের মান হয় অসাধারণ। সিগ্রি ভোক্তাদের কথা মাথায় রেখে নিজেদের পরিবেশন ব্যবস্থার বাইরেও রেখেছে ভোক্তাদের ইচ্ছে মত খাবার পরিবেশন করার ব্যবস্থা। অর্থাৎ কোনও বিশেষ পার্টি কিংবা অনুষ্ঠানে আপনার পছন্দ মত স্টাইলে খাবার পরিবেশন করার সুযোগ পাবেন কেবল মাত্র সিগ্রিতে। নানান রকম মজাদার এবং বাহারি খাবারের পদ থাকছে সিগ্রির প্রতিদিনের তালিকায়।
খাবার এবং মেনু সম্পর্কে আরো তথ্যের জন্য যোগাযোগ করুন- +8802-9009396, 9007856 এবং 01730003848
ভিসিট করুন সিগ্রির ফেসবুক পেজ
নিজের কিংবা পরিবারের বন্ধুদের আড্ডা অনুষ্ঠানের দুর্দান্ত ভেন্যু হতে পারে সিগ্রি , সাথে প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ভোজনরসিকদের ভিন্ন ধরনের খাবারের স্বাদ দিতে দুর্দান্ত সব খাবারের আইটেম। এখানকার অনাবিল সুন্দর পরিবেশে খাবার কিংবা পারিবারিক অথবা কর্পোরেট পার্টি হয়ে উঠবে দারুণ। দুপুর কিংবা সন্ধ্যায় সিগ্রিতে ভোজন হবে দুর্দান্ত। তাই সিগ্রিতে সবার আমন্ত্রণ রইলো।
যোগাযোগের ঠিকানা– সিগ্রি বাংলাদেশ, ডাইনেস্টি টাওয়ার, প্লট ১, রোড ১২, ব্লক সি, সেকশন ৬ মিরপুর, ঢাকা-১২১৬। ফোন +৮৮ ০২ ৯০০৯৩৯৬/ মোবাইল- ০১৭৩০০০০৩৮৪৮