দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ শুক্রবার, ৭ নভেম্বর ২০১৪ খৃস্টাব্দ, ২৩ কার্তিক ১৪২১ বঙ্গাব্দ, ১৩ মহররম ১৪৩৬ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
কারুকাজপূর্ণ এক বিশাল মসজিদ ইন্দোনেশিয়ার ইস্তিকলাল মসজিদ। এই মসজিদটি ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত। দক্ষিণ-পূর্ব এশিযার বৃহত্তর এবং বিশ্বের ৫ম বৃহত্তর মসজিদ এটি। ১৯৭৮ সালে নির্মাণ করা হয় এই মসজিদটি। মসজিদটির আয়তন ৯৫,০০০ স্কয়ার মিটার ও লোক ধারণ ক্ষমতা ১,২০,০০০ জন। নামাজের মূলস্থান অর্থাৎ মসজিদের মধ্য স্থানে রয়েছে বিশাল আকৃতির গম্বুজ যা ১২টি বৃত্তাকার পিলারের উপর তৈরি।
মসজিদটিতে বড় গম্বুজটি ছাড়াও রয়েছে আরও একটি ছোট গম্বুজ। রয়েছে আরও একটি মিনার। এর উচ্চতা ৯০ মিটার। চার স্তরের বেলকনীবিশিষ্ট এই মসজিদটিতে আয়োজন করা হয় ইসলামিক লেকচার, এক্সিবিশন, সেমিনার কন্ফারেন্সসহ আলাদাভাবে মহিলা এবং শিশুদের ইসলাম শিক্ষা ব্যবস্থা।
ইস্তিকলাল মসজিদের অপর দিক
মসজিদটির নির্মাণ ইতিহাসে জানা যায়, “ইস্তিকলাল” একটি আরবী শব্দ যার বাংলা অর্থ স্বাধীনতা। ইন্দোনেশিয়া ১৯৪৯ সালের স্বাধীনতা লাভ করার পর থেকেই সেখানে “ইস্তিকলাল” নামে জাতীয় মসজিদ নির্মাণের উদ্দ্যোগ নেওয়া হয়। ডিজাইন এবং অন্যান্য ব্যবস্থাপনা ঠিক করে ১৯৬১ সালে মসজিদটির ফাউন্ডেশন দেওয়া হয়। ১৯৭৮ সালে মসজিদটির নির্মাণ কাজ সমাপ্ত হয়। মসজিদটির ভিত্তি স্থাপন হতে সম্পন্ন হওয়া পর্যন্ত ১৭ বছর সময় লেগেছে।
তথ্যসূত্র: journalbd.com এর সৌজন্যে।