দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে নোকিয়াকে ঝেড়েই ফেললো মাইক্রোসফট! হ্যা নোকিয়া কিনে নেয়ার পর থেকে বেশ কিছুদিন নোকিয়া নামেই নিজেদের ফোন বাজারে আনে মাইক্রোসফট। তবে এবার সেই ধারা থেকে বাইরে এসে লুমিয়া মডেলের আপকামিং ফোন সমূহে নিজেদের মাইক্রোসফট লগো নিয়েই বাজারে আনছে। মাইক্রোসফট নাম দিয়ে বাজারে আসতে যাচ্ছে লুমিয়া ৫৩৫ মডেল।
নোকিয়া নিজেদের বাজার হারিয়েছে অনেক আগেই। সম্প্রতি ইন্ডিয়াতে নোকিয়ার কারখানাও বন্ধ করে দেয়া হয়েছে লাভ না হওয়ার কারণ দেখিয়ে। আগেই মাইক্রোসফট ঘোষণা দিয়েছিলো তারা নোকিয়া ব্যানারে স্মার্টফোন বাজারে আনা বন্ধ করে দিবে। এবার তার বাস্তবিক প্রয়োগ দেখা গেলো মাইক্রোসফটের নতুন ফোন লুমিয়া ৫৩৫ মডেলে! হ্যা এই ফোনে নোকিয়ার কোনও লগো রাখা হয়নি, নোকিয়ার স্থানে লেখা হয়েছে মাইক্রোসফট!
মাইক্রোসফট ইন কর্পোরেশন চাচ্ছে নিজেদের নতুন ব্রেন্ডিং করতে হবে তা কতটা সফল হবে তা সময়েই বলে দিবে। লুমিয়া ৫৩৫ মডেলের এই ফোনটি যদিও আহামরি তেমন কিছু নয় তবে এটি দিয়ে মাইক্রোসফট মোবাইল ব্রেন্ডিং এর দুনিয়াতে আত্ম প্রবেশ করেছে। লুমিয়া ৫৩৫ মডেলে রয়েছে ৫ ইঞ্চি ডিসপ্লে, ৫ মেগা পিক্সেল রেয়ার ক্যামেরা। ৩ জি সাপোর্টেড স্মার্ট ডুয়েল সিম, 1.2GHz quad-core processor, 1GB RAM, 8GB মেমোরি এবং ১২৮গিগা বাইট মেমোরি বাড়িয়ে নেয়ার সুবিধা।
http://youtu.be/05TGNfXkjUI
এটি ৬টি আলাদা আলাদা রঙ এর পাওয়া যাবে। মাইক্রোসফট জানিয়েছে আগামী মাস থেকে প্রথমেই বাংলাদেশ, হংকং, চীনে এই সেট পাওয়া যাবে। ভারতে এবং অন্যান্য দেশে পরবর্তীতে আসবে। এর দাম ধরা হয়েছে ১০ হাজার ৪শ টাকা।