দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী জানুয়ারিতে মুক্তি পেতে যাচ্ছে শিহাব শাহিন পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ছুয়ে দিলে মন’। ছবিটির শুটিং শুরু হয়েছিল এ বছরের মে মাস থেকে।
‘ছুয়ে দিলে মন’ শিহাব শাহিন পরিচালক নিজেই নিশ্চিত করেছেন যে আগামী বছরের জানুয়ারিতে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ‘ছুয়ে দিলে মন’-এর ডাবিং শুরু হচ্ছে এ সপ্তাহে।
এই প্রসঙ্গে পরিচালক সংবাদ মাধ্যমকে বলেছেন, এ বছরের মে মাস থেকে ছবিটির শুটিং শুরু হয়। গতমাসে অক্টোবরে শুটিং শেষ হওয়ার পর এতদিন সম্পাদনার কাজ করা হয়েছে। আবার চলতি মাসের ১৬ তারিখ থেকে ডাবিংয়ের কাজও শুরু হবে। আগামী জানুয়ারিতে ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে বলে নির্মাতাসূত্রে বলা হয়েছে।
রোমান্টিক কাহিনী নিয়ে নির্মিত ছবিটির প্রযোজনা করছে ধ্বনিচিত্র লিমিটেড এবং মনফড়িং। ‘ছুয়ে দিলে মন’ ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন আরেফিন শুভ এবং জাকিয়া বারী মম। আরও রয়েছেন আলিরাজ, মিশা সওদাগর, ইরেশ যাকের, মাহমুদুল ইসলাম মিঠু, খালেকুজ্জামান, নওশাবা, সুষমা সরকার প্রমুখ।