দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাঙালিরা পারে তা দেখিয়ে দিলো বিশ্ববাসীকে। আজ চট্টগ্রামে তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচে টাইগাররা জিম্বাবুয়েকে ‘বাংলাওয়াশ’ করলো।
আজ চট্টগ্রাম টেস্ট ১৮৬ রানে জিতে জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাওয়াশ’ সম্পন্ন করেছে বাংলাদেশ। বাংলাদেশের বেঁধে দেওয়া ৪৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের ইনিংস শেষ হয়েছে মাত্র ২৬২ রানে।
বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম ও শুভাগত হোম— প্রত্যেকেই ২টি করে উইকেট নেন। অপর উইকেটটি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের। তবে দুর্ভাগ্য যে, চট্টগ্রাম টেস্টের শেষ দিন আজ রবিবার সাকিব আল হাসান কোনো উইকেট পাননি।