দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০১৪ খৃস্টাব্দ, ৬ অগ্রহায়ণ ১৪২১ বঙ্গাব্দ, ২৬ মহররম ১৪৩৬ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
অগ্রহায়ণ মাস পড়ার সঙ্গে সঙ্গে মাঠে-মাঠে ধান কাটার ধুম পড়ে গেছে। এই ধান ওঠার পর আসবে শীত। তখন কৃষাণীর ঘরে ঘরে পিঠা উৎসব শুরু হবে। এটি যেনো বাঙালির হাজার বছরের এক ইতিহাস।
শীতের শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ঘরে ঘরে ধান কাটার ধুম। ক’দিন পরেই শুরু হবে পিঠা বানানোর ধুম। শত শত বছর ধরে বাঙালিদের মধ্যে নবান্নের পর পিঠা-পুলির ধুম পড়ে যায়। খেজুরের গুড়ের পিঠা- এক অনন্য জিনিস। বাঙালিদের এসব কৃষ্টি-কালচার সকল সংকীর্ণতাকে ঊর্ধে রেখে সমভাবে চলে আসছে যুগ যুগ ধরে। কৃষাণ-কৃষাণীদের এ সময় অবসরের ফুসরত থাকে না। কিন্তু তারপরও তাদের মুখে থাকে হাসি। এ হাসি এক পরিতৃপ্তির হাসি।
ছবি: wikimapia.org এর সৌজন্যে।