দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক সময় সব কিছু খুলে বলতে হয়না, ছবি কথা বলে। আজ আমরা আপনাদের জন্য তেমন কিছু ছবি নিয়ে হাজির হলাম যা দেখে আপনার ভালো লাগবেই। ছবি সমূহ তৈরি হয়েছে নান্দনিক চিন্তা ভাবনা থেকে। এখানে অনেক কিছুই উঠে এসেছে চলুন দেখে নেয়া যাক।

ছবি সমূহতে আপনি দেখতে পাবেন মানুষের হাতে আকা চিত্রের সাথে বাস্তবতার মিশেল। সমাজের নানান সমস্যার পাশাপাশি এখানে কার্টুন চরিত্রও ফুটে উঠেছে। চলুন একে একে দেখে নেয়া যাক এসব ছবি।
১) নিচের ছবিতে স্যানেটারি পাইপের সাথে কার্টুন চিত্রটি এমন ভাবে দেয়া হয়েছে যা দেখে অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে।

২) এই ছবি দেখে আপনার কি মনে হচ্ছে? হ্যা বর্তমান সময়ে আমাদের রাস্তায় জ্যাম যেভাবে বেড়েছে এতে আমরা রাস্তায় সাতার কাটার মতই ধীর গতিতে এগিয়ে যাই এমনটাই বুঝানো হয়েছে।

৩) এই ছবিতে শিশুটির মাথার ছলের ডিজাইন এমন ভাবে দেয়া হয়েছে যেখানে উপরের অংশ পেছনে থাকা একটি গাছের সাথে মিলে যাচ্ছে।

৪) লিফটের ফ্লোরের কারপেট এমন ভাবে দেয়া হয়েছে যেখানে ভয়ে লাফ দিয়ে উঠার মত অবস্থা।

৫) দৃশ্যটি দেখুন। মন জুড়িয়ে যাবে। একজন বাস্তব মানুষ এবং দেয়ালে আঁকা চরিত্র। দেখে মনে হচ্ছে সম্পূর্ণ বাস্তবতা।

৬) দৃশ্যের পেছনের দৃশ্য।

৭) দেখে বাস্তব মনে হলেও এটা কিন্তু একটি চিত্র।

৮) রাস্তায় জেব্রা ক্রসিং বানানো হয়েছে অসাধারণ এক আইডিয়া দিয়ে। এখানে একটি ইমোশন এমন ভাবে দেয়া হয়েছে মনে হচ্ছে খেয়েই নিচ্ছে।

৯) বিড়ালটিকে দেখুন, আসলে এটি একটি ছবি তবে চেইনটি বাস্তব।
