দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গতকাল বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন শীর্ষ নেতাকে ছেড়ে দেয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাদেরকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেয়া হয়।
মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে ছেড়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, সকাল থেকেই ডিবি কার্যালয়ের সামনে জড়ো হওয়া সাংবাদিকদের মধ্যে বিএনপির এই তিন শীর্ষ নেতার মুক্তি নিয়ে কানাঘুষা চলছিল। এদিকে একটি সূত্র বলেছে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবু-উল-হানিফও মঙ্গলবার বঙ্গবন্ধু এ্যাভিনিউতে দলীয় কার্যালয়ে বক্তৃতা করার সময় বিএসপির শীর্ষ নেতাদের ছেড়ে দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন।
উল্লেখ্য, গতকাল সোমবার সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে হানা নিয়ে পুলিশ সেখান থেকে বিএনপির এই শীর্ষ নেতাসহ দেড়শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়। সে সময় বিএনপি’র কার্যালয়ে ব্যাপক তল্লাশি চালানো হয়। সেখান থেকে কয়েকটি হাত বোমা ও ককটেল উদ্ধার করে পুলিশ। এদিকে আটককৃত বাকী নেতাদের বিরুদ্ধে মামলা দেয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।