দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আইএস জঙ্গিকে বিয়ে করতে সিরিয়ায় পাড়ি জমিয়েছিল এক ডাচ কিশোরী। অবশেষে তার মা তাকে উদ্ধার করেছে। সে সম্প্রতি ইসলাম গ্রহণ করে আইএস জঙ্গিকে বিয়ের উদ্দেশ্যে পালিয়েছিল।
মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর এক সদস্যকে বিয়ে করতে সিরিয়ায় পাড়ি দিয়েছিল এক ডাচ কিশোরী। যদিও ওই কিশোরীর মা শেষ পর্যন্ত তাকে সিরিয়া হতে ফেরত আনতে সক্ষম হয়েছেন। কিন্তু তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে নেদারল্যান্ডের পুলিশ।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ১৯ বছর বয়সী আইচা সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করে। ধারণা করা হচ্ছে, সিরিয়ায় রাক্কা যে এলাকাটি আইএসের নিয়ন্ত্রণে রয়েছে আইচা সেখানে যায় এক জিহাদিকে বিয়ে করতে।
উদ্ধারের পর গত বুধবার আইচাকে পুলিশ গ্রেফতার করে। দেশটির নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আইচার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। গতকাল শুক্রবার আদালতে এই মামলার গোপন শুনানি অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে মামলার প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানানো হয়েছে যে, এরমধ্যে তার মা ছাড়া পরিবারের অন্যকোন সদস্য কিংবা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেনা এই কিশোরী আইচা।
নেদারল্যান্ডের গণমাধ্যম জানিয়েছে, আইচা গত ফেব্রুয়ারিতে ডাচ বংশোদভুত তুরস্কের নাগরিক ওমর ইলমাজকে বিয়ের জন্য দেশ ত্যাগ করে। ওমর এক সময় ডাচ সেনাবাহিনীতে কাজ করতো। মেয়েটির মা সরকারের নির্দেশ উপেক্ষা করে মেয়েকে ফিরিয়ে আনতে তুরস্ক সীমান্তে যান। তিনি আইচার সঙ্গে সাক্ষাৎ করে তাকে শেষ পর্যন্ত ফিরিয়ে আনতে সক্ষম হন।
উল্লেখ্য, কেবল আইচাই নয়, গত কয়েক মাসে আরও অনেক যুবতীর একইভাবে সিরিয়ায় যাওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু আইচাকে তার মা মনিকিউ ফিরিয়ে আনতে সক্ষম হন। তথ্যসূত্র: www.irishtimes.com