দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ বুধবার, ২৬ নভেম্বর ২০১৪ খৃস্টাব্দ, ১২ অগ্রহায়ণ ১৪২১ বঙ্গাব্দ, ২ সফর ১৪৩৬ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
আবার সেই হাতি শাবক। আমরা আগেও একই ধরনের শাবকসহ সুখি হাতি পরিবারের ছবি দিয়েছি। বড়ই সুন্দর এমন দৃশ্য। হাতি তার দুই শাবককে কিভাবে আগলে রাখেন এটি এমনই একটি ছবি।
কদাচিৎ দু’একটি হাতি দেখা যায় পাগলা ধরনের। যেমন বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতে বিশেষ করে শেরপুর অঞ্চলের সীমান্ত এলাকায় পাগলা হাতির আক্রমণে গ্রামবাসীরা অতিষ্ট হয়ে ওঠেন। তাছাড়া মোটামুটিভাবে বলা যায়, হাতি একটি নীরিহ জন্তু। কারণ এতোবড় বিশাল দেহ থাকলেও মানুষের সঙ্গে খুব ভালো আচরণ করে হাতি। হাতি ও তার শাবকদের এমন সুন্দর ছবির জন্য এর আলোকচিত্রীকে অশেষ ধন্যবাদ। সকলকে আবারও সকালের শুভেচ্ছা- শুভ সকাল।
ছবি: www.sorejominbarta.com এর সৌজন্যে।