দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সীমান্তে কাঁটাতারের বেড়া না দিয়ে এবার ভারত দিচ্ছে অদৃশ্য দেওয়াল। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে উচ্চ প্রযুক্তির অদৃশ্য দেওয়াল বা লেজার ওয়াল বসানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
এতোদিন সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া ছিল। এসব বেড়া গলে অবৈধ অনু্প্রবেশের ঘটনা ঘটে থাকে। তাই কাঁটাতারের বেড়া না দিয়ে ভারত সীমান্তে এবার অদৃশ্য দেওয়াল দিতে যাচ্ছে। এমন খবর দিয়েছে সংবাদ মাধ্যমগুলো। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে মূলত এবার সীমান্তে উচ্চ প্রযুক্তির অদৃশ্য দেওয়াল বসানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। কেও সীমান্ত পার হওয়ার চেষ্টা করলেই এই দেওয়ালে ধাক্কা খাবেন। অথচ কিছুই দেখতে পাবেন না।
আমরা বিদেশী বিশেষ করে সায়েন্স ফিকশন সিনেমা বা ভিডিওতে এমন সব দৃশ্য দেখেছি। আবার গেমপ্রেমীদের কাছেও বিষয়টি একেবারেই অজানা নয়। বিশেষ করে যুদ্ধ যুদ্ধ খেলাতে এমন দেওয়াল থাকে। যেগুলো প্রকৃতপক্ষে লেজার ওয়াল। ভারত এবার পাক-ভারত সীমান্তে এমন লেজার ওয়াল বসাতে যাচ্ছে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিএসএফ বলেছে সীমান্ত পেরিয়ে কেও গোপনে ভারতে ঢোকার চেষ্টা করলেই ধাক্কা খাবে এই অদৃশ্য দেওয়ালে। আর তখনই বেজে উঠবে অ্যালার্ম। সজাগ হয়ে যাবে সীমান্তরক্ষী বাহিনী। অথচ অনুপ্রবেশকারী বা জঙ্গিরা বুঝতেই পারবে না, কোথায় রয়েছে লেজার ওয়াল।
বিএসএফের ডিরেক্টর জেনারেল ডি কে পাঠক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘নিত্য নতুন চ্যালেঞ্জের কারণে আমরা প্রতিনিয়ত অস্ত্র-সহ যুদ্ধের সাজ-সরঞ্জাম আধুনিক করে আসছি। বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে লেজার ওয়ালকেই আমাদের কাছে সবচেয়ে আধুনিক সমাধান মনে হয়েছে।’ বেশ কিছু দুর্গম সীমান্ত রয়েছে, যেখানে কাঁটাতার দেওয়া সম্ভব না। প্রতিকূল আবহাওয়ার কারণে প্রত্যেক জায়গায় নজরদারি চালানোও অনেক সময় কঠিন হয়ে পড়ে। সেসব জায়গায় ‘লেজার ওয়াল’ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ ভূমিকা রাখবে।