দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরান ইরাকে আইএসের ওপর বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। সম্প্রতি ইরাকের পূর্বাঞ্চলীয় এলাকায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের উপর ইরান বিমান হামলা চালিয়েছে বলে পেন্টাগন জানিয়েছে।
মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন দাবি করেছে যে, সম্প্রতি ইরাকের পূর্বাঞ্চলীয় এলাকায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের উপর ইরান বিমান হামলা চালিয়েছে। পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কিরবির বরাত দিয়ে বিবিসির এক খবরে এই তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের তৈরি এফ-৪ ফ্যান্টম জঙ্গি বিমানের মাধ্যমে ইরানি বাহিনী দেশটির দিয়ালা প্রদেশ হতে আইএসের উপর হামলা চালিয়েছে মর্মে সম্প্রতি খবর প্রকাশের পর এই মন্তব্য করলো পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কিরবি।
জন কিরবি আর বলেন, ‘আমাদের কাছে এমন ইঙ্গিত রয়েছে যে, ইরান গত কয়েকদিন ধরে এফ-৪ ফ্যান্টম জঙ্গি বিমান দিয়ে এই হামলা চালাচ্ছে।’ ইরাকের আকাশসীমায় অন্য দেশের বিমান হামলা পর্যবেক্ষণ এবং সহযোগিতা করা না করার বিষয়টি একান্তই ইরাকের নিজস্ব ব্যাপার বলে মন্তব্য করেন জন কিরবি। তবে ইরানের আইএস বিরোধী এই হামলায় যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তন হবে না ও ইরানের এই হামলায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে না বলেও মন্তব্য করেন পেন্টাগনের এই মুখপাত্র। তবে এই বিষয়ে ইরানের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়।