দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামী স্টেট (আইএস) এবার লিবিয়ায় প্রশিক্ষণ শিবির গড়ছে। লিবিয়ার পূর্বাঞ্চলে নিজেদের প্রশিক্ষণ ঘাঁটি স্থাপন করছে এমন খবর এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে।
ফাইল ফটো
সংবাদ মাধ্যমগুলো বলেছে, কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এবার লিবিয়ার পূর্বাঞ্চলে নিজেদের প্রশিক্ষণ ঘাঁটি স্থাপন করতে যাচ্ছে। ওই খবরে বলা হয়েছে যে, দেশটিতে প্রশিক্ষণ শিবির গড়ে তুলেছে আইএস জঙ্গিরা। এ খবর দিয়েছে বিবিসি অনলাইন।
যুক্তরাষ্ট্র আফ্রিকা কমান্ডের প্রধান জেনারেল ডেভিড রড্রিগেজ ওয়াশিংটনে এক বিবৃতি দেন। ওই বিবৃতিতে বলা হয়, বিভিন্ন প্রশিক্ষণ শিবিরে বেশ কয়েক শ’ জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে। তবে তিনি এও জানিয়েছেন যে, প্রশিক্ষণ শিবিরগুলো এখনও একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্র সতর্কভাবে জঙ্গি প্রশিক্ষণ বিষয়গুলো পর্যবেক্ষণ করছে।
২০১১ সালে লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত এবং নিহত হন। এরপর হতেই দেশটি চরম এক বিশৃঙ্খলার মধ্য দিয়ে অতিক্রম করছে। বিভিন্ন উপজাতি গোষ্ঠী, মিলিশিয়া এবং রাজনৈতিক দল রীতিমতো ক্ষমতা দখলে সহিংস লড়াইয়ে অবতীর্ণ হয়েছে।
তবে সদ্য গড়ে ওঠা প্রশিক্ষণ শিবিরগুলোতে প্রশিক্ষণপ্রাপ্তদের সঙ্গে আইএসের কতোটা ঘনিষ্ঠ যোগসূত্র আছে, সে সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্র আফ্রিকা কমান্ডের প্রধান জেনারেল ডেভিড রড্রিগেজ।
তিনি আরও বলেন, বর্তমানে প্রশিক্ষণ শিবিরগুলো অত্যন্ত ছোট এবং সদ্য গড়ে উঠছে। এটা কিভাবে এগুচ্ছে, সেটি শুধু আমাদের নীবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে।
উল্লেখ্য, চলমান রাজনৈতিক সঙ্কটের কারণে লিবিয়ার নির্বাচিত সরকার দেশটির প্রধান ৩টি শহরের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে। গত কয়েক মাস ধরে ইরাক এবং সিরিয়ায় আইএসের অবস্থানে ও তাদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা পরিচালনা করে আসছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনী।