দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আবারও কৃষকদের মাথায় হাত উঠেছে। আলুর চাষ করে কৃষকরা বেশ ক্ষতির সম্মুখিন হয়েছেন এর আগের বছর। এবার মুলার চাষ করে তাদের লোকসান গুণতে হচ্ছে। কারণ ৫০ পয়সা কেজি মুলা বিক্রি হচ্ছে!
রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় সবজির বাজারে সম্প্রতি এই ধস নেমেছে। পাইকারি বাজারে এক বস্তা মুলা (৪০ কেজি) বিক্রি হচ্ছে মাত্র ২০ টাকায়। অর্থাৎ প্রতি কেজি মুলা মাত্র ৫০ পয়সায় বিক্রি করা হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি ও বেগুনের দামও অনেক কম।
সবজির ভরা মৌসুমে দাম কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছে চাষিরা। মুলার দাম না পাওয়ায় অনেক চাষি জৈব সার হিসেবে মাঠের মধ্যেই মুলা মাড়িয়ে দিচ্ছেন। আবার অনেকেই মুলা বিক্রি করতে এসেও পড়ছেন চরম বেকাদায়। কারণ মাঠ হতে মুলা তুলে বাজারে আনতে যে পরিবহন খরচ হয় তাও উঠছে না। আবার বাড়িও ফেরত নিতে পারছে না অনেকেই। এমন এক পরিস্থিতিতে সবজির উৎপাদন খরচ ওঠা তো দূরের কথা চাষিরা সবজি নিয়ে পড়েছে চরম বেকায়দায়।
এদিকে পাইকারি বাজারে প্রতি মণ মুলা বিক্রি হচ্ছে ১৫ হতে ৪০ টাকায়। ফুলকপি ও বাঁধাকপি প্রতি কেজি বিক্রি হচ্ছে মাত্র ৫ হতে ৭ টাকা। উন্নত জাতের বেগুন ৩ হতে ৫ টাকা। তবে শিমের দাম কিছুটা স্বাভাবিক রয়েছে। খুচরা বাজারে ক্রেতার দেখা মিললেও পাইকারি বাজারে বস্তাপ্রতি মুলা বিক্রি হচ্ছে মাত্র ২০ টাকা দরে। তারপরও ক্রেতা মিলছে না বাজারগুলোতে। যে কারণে উৎপাদন খরচও উঠছে না কৃষকদের।