দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীন উন্মুক্ত করছে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন। এটি ৪.৭৫ মিমি পাতলা হওয়ায় বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন হিসেবে বিবেচিত হবে।
চীন বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন প্রস্তুত করছে। চীনা প্রস্তুতকারক ভিভো উন্মুক্ত করলো এই স্মার্টফোন ভিভো এক্স৫ম্যাক্স। এটি ৪.৭৫ মিমি পাতলা হওয়ায় বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন হিসেবে বিবেচিত হচ্ছে।
জানা যায়, এটি অবিশ্বাস্য পাতলা নকশা হলেও ডিভাইসটি যথেষ্ট কার্যক্ষম। এই ডিভাইস্টিতে রয়েছে ৫.৫ ইঞ্চি স্ক্রিণ, অক্টা কোর স্নাপড্রাগন ৬১৫ প্রসেসর, ২ জিবি র্যাম, ১৬ জিবি স্টোরেজ ও ১৩ মেগা পিক্সেল ক্যামেরা।
আশা প্রকাশ করা হয়েছে যে, এই পাতলা স্মার্টফোন ভিভো এক্স৫ম্যাক্স ১২ ডিসেম্বর হতে চীনা মোবাইল স্টোরে ৪৯০ ডলারে পাওয়া যাবে।