দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার ব্যতিক্রমি হাট বাজারের খবর মিলেছে। গরু, ছাগল ও উটের বদলে বউ পাওয়া যায় এমন এক হাটের কথা শোনা গেলো। খবরটি ডেইলি মেইলের।
রীতিমতো হাটে গরু-ছাগল বেচার মতো ঘটনা। এই হাটের নাম ‘বউ কেনাবেচার বিরাট হাট!’। ওই হাটে ২০টি ছাগল, ৩টি উট এবং ১০টি গরুর বিনিময়ে বউ পাওয়া যায়। তবে এজন্য মেয়ের বাবার সঙ্গে দরকষাকষি করতে হয় বরপক্ষকে। অনেক ক্ষেত্রে বর তাদের উপজাতীয় জুয়েলারীও দিয়ে থাকেন মেয়েকে। কেনিয়ায় উপজাতীয় এলাকায় এভাবেই একটি ছেলের হাতে মেয়েকে তুলে দেন তার বাবা। আর এটাকেই তারা বিবাহ বলে থাকেন।
অনলাইন খবরে বলা হয়েছে, কেনিয়ার উপজাতীয় এলাকায় বিশেষ করে ‘পাকট সম্প্রদায়ে’র বাবারা নিজের প্রাণপ্রিয় মেয়েকে একটি ছেলের হাতে তুলে দেন কিছু পশুর বিনিময়ে। বিয়ের একমাস আগেই কনেকে একটি নির্জন জায়গায় লুকিয়ে রাখা হয়। এরপর বাবাদের সঙ্গে বরপক্ষের চলে পশু নিয়ে ব্যাপক দরকষাকষি। যে বেশি পশু এবং জুয়েলারী সামগ্রি দিতে পরে, কেবল তার হাতেই মেয়েকে তুলে দেন বাবা। মেয়ের অজান্তেই চলে বিবাহের এই আয়োজন।
অনেক বিবাহযোগ্য কন্যা জানেন না, তাদের কার হাতে তুলে দিচ্ছেন তার বাবা। মেয়েরা বিয়ের কথা শুনলে বাড়ি হতে পালাতে পারেন, এমন আশংকার কারণে প্রায়ই এই বিষয়টি তাদের কাছে গোপন রাখে তাদের পরিবার। প্রথা অনুযায়ী বিয়ের সর্বশেষ দিনে এবং রাতে গরু বলি দেয় গ্রামের পুরুষেরা। এরপর হয় বিয়ে। এভাবেই একটি মেয়েকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে পারে ওই উপজাতি এলাকার পুরুষরা। তথ্যসূত্র: ডেইলি মেইল