দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হেফাজতে ইসলামের আমির, কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এবং হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহম্মদ শফি বরিশাল গেলেন হেলিকপ্টারে।
গতকাল রবিবার দুপুরে হেলিকপ্টারে বরিশাল গেলেন হেফাজতে ইসলামের আমির, কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এবং হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহম্মদ শফি। বরিশাল হেমায়েত উদ্দীন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দু’দিনব্যাপি আয়োজিত কওমী মাদ্রাসার বিভাগীয় সম্মেলনে যোগ দিতে তিনি হাটহাজারী ত্যাগ করেন। তিনি সোমবার আবার হাটহাজারী মাদ্রাসায় ফিরে আসবেন।
গতকাল দুপুর ২টার দিকে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে সাউথ এশিয়ান এয়ারলাইন্সের হেলিকপ্টারটি অবতরণ করার পর বিপুল সংখ্যক জনগণ সেখানে ভীড় জমান। পরে বরিশালের উদ্দেশ্যে রওনা হন এই হেফাজত নেতা। তাঁর সঙ্গে ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবু নগরী এবং আমিরের একান্ত সচিব।