দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রুবেলের ঘটনা নিয়ে বিব্রত অবস্থায় পড়েছে ক্রিকেটাররা। অভিনেত্রী হ্যাপির ধর্ষণ মামলার পর এবার তাদের ফোনালাপের অডিও ফাঁস হয়ে যাওয়ায় সকলেই বিব্রত।
জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে নতুন অভিনেত্রী হ্যাপির ধর্ষণ মামলা নিয়ে শনিবার থেকে তুমুল আলোচনার ঝড় বইছে। এরপর আবার তাদের ফোনালাপের অডিও’ও ফাঁস যাওয়ায় পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে। অডিওটি প্রকাশ করেছেন অভিযোগকারী চলচিত্র নায়িকা নাজনিন আক্তার হ্যাপি নিজেই। গত বুধবার থেকেই দেশের একটি বেসরকারি টিভি চ্যানেল রুবেল-হ্যাপির এই ফোনালাপ প্রচার করে আসছে।
ওই অডিওতে রয়েছে রুবেল-হ্যাপির ঘনিষ্ঠতার চাঞ্চল্যকর সবতথ্য। হ্যাপির মামলা করার পর হতেই পর্দার আড়ালে রয়েছেন রুবেল হোসেন। মাঝে একবার কোর্টে হাজির হয়ে জামিন নিয়েছেন তিনি। শনিবার মামলা দায়েরের পর হতে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আশপাশেও যাননি তিনি। তার এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কর্মকতা হতে জাতীয় দলের তারকা ক্রিকেটাররা সবাই এখন বিব্রত ও লজ্জিত।
বিশেষ করে রুবেল-হ্যাপির ফোনালাপ মিডিয়াতে ফাঁস হওয়ার পর জাতীয় দলের ক্রিকেটাররা এখন সাংবাদিকদের সঙ্গেও কথা বলতে লজ্জাবোধ করছেন। জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল এই বিষয়ে কথা বলতে বিব্রত বোধ করেন।