দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আমরা কতো কিই না করে থাকি। তবে বিজ্ঞানীরা বলেছেন, ঘুমের ওষুধ স্বাভাবিক স্মৃতিশক্তি ফেরাতে ও তা বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সাধারণভাবে চিকিৎসকরা ঘুমের যেসব ওষুধ তার ব্যবস্থাপত্রে লিখে থাকেন, সেগুলোর পদ্ধতিগত প্রয়োগের মাধ্যমে অভূতপূর্ব ফল পাওয়া সম্ভব। সমপ্রতি এক গবেষণায় এমন তথ্য বেরিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্থান টাইমস।
বয়স্ক নারী-পুরুষ যারা স্মৃতিদৌর্বল্যে ভুগছেন বা মানসিকভাবে বিকারগ্রস্ত ব্যক্তি, অ্যালঝেইমার্স ও সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে নতুন এ তথ্য উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট গবেষকরা। তারা ঘুমের নতুন থেরাপি প্রয়োগ করে এ ধরনের রোগীদের স্মৃতিশক্তির অনেকটাই উন্নতি ঘটাতে পারবেন। স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি স্মৃতিশক্তি দুই ক্ষেত্রেই এ চিকিৎসা পদ্ধতি বেশ ভালভাবেই কাজ করবে বলে আশা করছেন তারা।